Abhishek Banerjee: জঙ্গলমহল ফিরে পেতে অস্ত্র একশো দিনের বকেয়া! বাঁকুড়া বিরাট হুঁশিয়ারি অভিষেকের

Last Updated:

২০১৯-এর লোকসভায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর দখলের পর ২০২১-এর ভোটেও বাঁকুড়া জেলায় যথেষ্ট ভাল ফল করে বিজেপি৷

.অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
.অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের আগে একশো দিনের বকেয়া টাকাকেই যে তৃণমূল অস্ত্র করতে চলেছে তা বাঁকুড়ায় সভা করতে গিয়ে বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষত বাঁকুড়ার মতো জঙ্গলমহলের জেলায় যেখানে একশো দিনের কাজের উপরে মানুষ অনেক বেশি নির্ভরশীল, সেখান থেকেই একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে রীতিমতো হুঁশিয়ারি দিলেন অভিষেক।
এ দিন বাঁকুড়ার সভায় শুরু থেকেই একশো দিনের কাজ বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা নিয়ে সরব হন অভিষেক। তিনি বলেন, 'এই জেলায় চাষবাস কম। অত্যন্ত রুক্ষ জেলা৷ এখানে ১০০ দিনের কাজ একমাত্র রোজগারের উপায়। সেই টাকা আটকে রাখা যাবে না। প্রতি মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়বে। আর এখানের ১৮ লাখ পরিবার দাঁড়িয়ে গেলে, বিজেপিকে এই রাজ্যে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে না। আপনিও মানুষ, আমিও মানুষ। নিজের অধিকার নিয়ে লড়ুন। আপনার অধিকারের জন্য লড়তে হবে।'
advertisement
advertisement
২০১৯-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার দুই আসনেই জয়ী হয় বিজেপি৷ বাঁকুড়া থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সুভাষ সরকার৷ অভিষেক এ দিন অভিযোগ করেন, বাঁকুড়া থেকে নির্বাচিত হলেও দুই সাংসদের একজনও জেলার সমস্যা নিয়ে সংসদে সরব হন না৷ অভিষেক আরও দাবি করেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জিততে না পেরেই রাজ্যের পাওনা টাকা আটকে রেখে সাধারণ মানুষের উপরে প্রতিশোধ নিচ্ছে বিজেপি৷ বিজেপি নেতাদের দেখলেই ঘেরাও করে টাকা আদায়ের নিদানও দিয়েছেন অভিষেক৷
advertisement
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই জঙ্গলমহলে তৃণমূলের রাশ আলগা হয়েছিল৷  ২০১৯-এর লোকসভায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর দখলের পর ২০২১-এর ভোটেও বাঁকুড়া জেলায় যথেষ্ট ভাল ফল করে বিজেপি৷ তাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পাখির চোখ জঙ্গলমহলের এই জেলা৷
advertisement
এ দিন যথারীতি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন অভিষেক৷ জানিয়েছেন, মানুষ যাঁকে পছন্দ করবেন, তাঁকেই প্রার্থী করা হবে৷ তিনি নিজে বুথ বুথে যাবেন বলে জানিয়েছেন অভিষেক৷ একশো দিনের কাজের টাকার দাবিেত আগামী ২৪ এপ্রিল থেকে সাধারণ মানুষের থেকে সই সংগ্রহ শুরু হবে বলেও জানিয়েছেন অভিষেক৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: জঙ্গলমহল ফিরে পেতে অস্ত্র একশো দিনের বকেয়া! বাঁকুড়া বিরাট হুঁশিয়ারি অভিষেকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement