Anubrata Mondal News: ফের দিল্লি 'দরবার' এড়ালেন অনুব্রত-কন্যা! যা কারণ জানালেন, অস্বস্তিতে পড়ল ইডি-ও
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Anubrata Mondal News: গরু পাচারকাণ্ডে এর আগেও বারবার সুকন্যাকে ডেকেছিল ইডি। কিন্তু বারবার সেই হাজিরা এড়ান সুকন্যা।
নয়াদিল্লি: ইডি-তে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজও ইডি দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা। সূত্রের খবর, ইডি-কে চিঠি দিয়ে শারীরিক অসুস্থতার কথা জানানো হয়েছে সুকন্যার তরফে। তাঁর চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন সুকন্যা। এই নিয়ে ৩ বার ইডি-র কাছে হাজিরা এড়ালেন সুকন্যা।
গরু পাচারকাণ্ডে এর আগেও বারবার সুকন্যাকে ডেকেছিল ইডি। কিন্তু বারবার সেই হাজিরা এড়ান সুকন্যা। বর্তমানে দিল্লিতে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে সুকন্যাকে বারবার ডাকছে ইডি। শুধু সুকন্যা নয়, তাঁর গাড়ির চালক তুফান মিদ্দা, যুব তৃণমূল নেতা কৃপাময় ঘোষকেও দিল্লি তলব করেছে ইডি।
advertisement
advertisement
গত ৭ মার্চ গরুপাচারকাণ্ডে অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যায় ইডি। তার পর থেকে টানা ইডি হেফাজতে ছিলেন তিনি। ইডি সূত্রের খবর, এর আগে ইডির দফতরে হাজিরা দিয়ে সুকন্যা জানিয়েছিলেন, তাঁর যাবতীয় লেনদেনের ব্যাপারে জানেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল। যার ফলে সুকন্যা ও অনুব্রতকে মুখোমুখি বসানো একান্ত প্রয়োজনীয় বলে মনে করছেন গোয়েন্দারা। কিন্তু সুকন্যা কিছুতেই দিল্লিতে গিয়ে হাজিরা দিচ্ছেন না। ফলে বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না।
advertisement
আরও পড়ুন: 'তাতে আপনাদের কী...?' জাতীয় দলের স্বীকৃতি চলে যাওয়ায় বিরোধীদের কটাক্ষ! সামাল দিতে কী কৌশল তৃণমূলের?
গত বছর অগস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সিবিআই সূত্রের দাবি, সেই সময় বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলেও তিনি প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। জানিয়েছিলেন, ওই সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই (যিনি এখন ইডি হেফাজতে) দিতে পারবেন। ইডি সূত্রে খবর মিলেছে, সেই কারণেই অনুব্রত ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবে হয়েছে। তদন্তকারীদের একাংশ মনে করছেন, তাতে রহস্যের জট অনেকটাই খুলবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 12, 2023 1:11 PM IST










