Nabanna | Panchayat Vote: বড় খবর! পঞ্চায়েত ভোটের আগে গুরুত্বপূর্ণ বৈঠক, দফতর ভিত্তিক মন্ত্রীদের কাজের হিসেব নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
নবান্ন সূত্রে খবর, যে যে প্রকল্পগুলি শেষ করা যায়নি তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের থেকে পাশাপাশি সচিবদের থেকেও জানতে চাইতে পারেন খোদ মুখ্যমন্ত্রী।
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগেই বড় বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দফতর ভিত্তিক কাজের পর্যালোচনা করবেন খোদ মুখ্যমন্ত্রী। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সব দফতরের সচিবদের পাশাপাশি মন্ত্রীরাও থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। আগামী ২৬ এপ্রিল বুধবার দুপুর ১টা থেকে এই বৈঠক শুরু হবে নবান্ন সভাঘরে।
নবান্ন সূত্রে খবর, বৈঠকে যোগ দেওয়ার আগে নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হয়েছে বিভিন্ন দফতরের কাছ থেকে। আগামী ১৯ এপ্রিলের মধ্যেই সেই তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দফতরকে। মূলত, ২০২২-২৩ অর্থবর্ষে দফতর পিছু কত অর্থ বরাদ্দ হয়েছিল, তার কতটা উন্নয়ন কাজের জন্য এখনও পর্যন্ত ব্যবহার করা হয়েছে, কোন কোন প্রকল্পের টাকা খরচ হয়েছে, তার সবিস্তার তথ্য মুখ্যমন্ত্রীর দফতর জানতে চেয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: 'অসম্পূর্ণ' বুথ কমিটি! জেলাওয়াড়ি রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রবল প্রশ্নের মুখে বঙ্গ বিজেপি
যে সমস্ত প্রকল্প শেষ হয়ে গিয়েছে, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে বিভিন্ন দফতরকে। যদি কোনও প্রকল্প শুরু হয়ে থাকে এবং তা যদি শেষ না হয়, তাহলে কী কারণে তা শেষ করা যায়নি,তারও তথ্য সবিস্তারে চাওয়া হয়েছে।
advertisement
advertisement
নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের থেকেও জানতে চাইতে পারেন। মে মাসের মাঝামাঝি হতে পারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত, কোন দফতর ভাল কাজ করছে, কোন দফতর আশানুরূপ কাজ করতে পারেনি, সেই সব খতিয়ান পঞ্চায়েত ভোটের আগে নিয়ে নিতে চান খোদ মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: ‘তদন্তের গতি স্তব্ধ করে দিতে পারে!’, প্রাথমিক দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষের 'পত্র বোমা' নিয়ে মন্তব্য় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
নবান্ন সূত্রে খবর, যে যে প্রকল্পগুলি শেষ করা যায়নি তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের থেকে পাশাপাশি সচিবদের থেকেও জানতে চাইতে পারেন খোদ মুখ্যমন্ত্রী। ২৬ এপ্রিলের বৈঠকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন দফতরে বেড়েছে তৎপরতা। নবান্ন সূত্রে খবর, বৈঠকের আগে বিভিন্ন দফতরের তরফে আসা রিপোর্টগুলি মুখ্যমন্ত্রী স্বয়ং পর্যালোচনা করবেন। তারলপর পরই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী যা প্রশাসনিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 4:20 PM IST