Sandeshkhali MLA: বিরোধীদের আশ্বস্ত করতে সন্দেশখালিতে ঘুরে ঘুরে বিধায়কের মাইকিং
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sandeshkhali MLA: সন্দেশখালি কাণ্ডের জেরে বসিরহাট লোকসভার ফলাফলের দিকে নজর ছিল গোটা দেশের। কিন্তু যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে এই লোকসভায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। তারপর থেকেই রাজ্যের শাসকদলের কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন
উত্তর ২৪ পরগনা: ভোট মিটে গিয়েছে। বসিরহাট লোকসভার জনগণ তাঁদের রায় দিয়ে দিয়েছেন। কিন্তু এখনও পুরোপুরি শান্ত নয় সন্দেশখালি। এমনিতেই জমি দখল, নারী নির্যাতনের বহু অভিযোগ ছিল। এখন আবার ভোট পরবর্তী সন্ত্রাসের আশঙ্কার দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হিংসা রুখতে সন্দেশখালির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করতে দেখা গেল স্থানীয় বিধায়ক সুকুমার মাহাত’কে।
সন্দেশখালি কাণ্ডের জেরে বসিরহাট লোকসভার ফলাফলের দিকে নজর ছিল গোটা দেশের। কিন্তু যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়ে এই লোকসভায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। তারপর থেকেই রাজ্যের শাসকদলের কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। নানান জায়গায় তাঁরা দলীয় জয় উদযাপন করছেন। সেই আবেগে যাতে বিরোধী দলের উপর হামলা না হয় তার জন্য সক্রিয় হয়ে উঠেছেন সেখানকার স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত। তাঁর নেতৃত্বে এলাকায় এলাকায় চলছে মাইকিং। কোনওরকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিধায়ককে জানানোর জন্য বলা হচ্ছে এই প্রচারের মাধ্যমে।
advertisement
আরও পড়ুন: দু’মাস ধরে বেতন বন্ধ, বাধ্য হয়ে পথে চা শ্রমিকরা
advertisement
এই মাইকিং-এর মাধ্যমে স্থানীয় তৃণমূল বিধায়ক দলীয় কর্মী সমর্থকদের সংযত হয়ে জয় উদযাপন করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্য জানিয়েছেন, কোথাও কোনওরকম সমস্যা হলে সরাসরি যেন তাঁর সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি বিরোধীদের ভয়ের কিছু নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2024 7:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali MLA: বিরোধীদের আশ্বস্ত করতে সন্দেশখালিতে ঘুরে ঘুরে বিধায়কের মাইকিং