Tea Labour Agitation: দু'মাস ধরে বেতন বন্ধ, বাধ্য হয়ে পথে চা শ্রমিকরা
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Tea Labour Agitation: গত দু'মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে সঠিকভাবে রেশনও মিলছে না বলে অভিযোগ চা বাগানের শ্রমিকদের
আলিপুরদুয়ার: প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে মিলছে না বেতন। ফলে সংসার চালানো একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। তার উপর শ্রমিকদের রেশনও বন্ধ! এই অসহায় পরিস্থিতি থেকে মুক্তি পেতে একপ্রকার বাধ্য হয়ে রাজ্য সড়ক অবরোধ করলেন মধু চা বাগানের শ্রমিকরা।
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের এই চা বাগানের শ্রমিকদের রেশনের বদলে দেওয়া হচ্ছে নগদ টাকা। কিন্তু তাতে যা পাওয়া যাচ্ছে সেটা মোটেও পর্যাপ্ত নয়। এইসব অভিযোগ তুলে ধরে বৃহস্পতিবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হন মধু চা বাগানের শ্রমিকরা। তাঁরা অভিযোগ করেন, গত দু’মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে সঠিকভাবে রেশনও মিলছে না। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে কী খাবেন তার ঠিক নেই বলে জানান ক্ষুব্ধ শ্রমিকরা।
advertisement
আরও পড়ুন: সারারাত ফলহারিণী কালীপুজো, নামল ভক্তের ঢল
advertisement
অবরোধকারী শ্রমিকদের সমর্থনে এগিয়ে আসে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। ঘটনাস্থলে হাজির হয় হাসিমারা ফাঁড়ির পুলিশ। তবুও নিজেদের অভিযোগের প্রতিকারের দাবিতে অনড় শ্রমিকরা অবরোধ তুলতে চাননি। ফলে রাস্তার দু’ধারে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে অবশ্য কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে অবরোধ তোলেন শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল। তবে তাঁদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মধু চা বাগানের শ্রমিকরা।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 06, 2024 6:39 PM IST







