West Bengal News: শীতের সম্বল নিতে মানুষের সারি! বিধায়কের সামনেই যা ঘটল, প্রশ্ন উঠছে একাধিক
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: ভিড় এড়িয়ে চলার জন্য বার বার বাসিন্দাদের পরামর্শ দিচ্ছে প্রশাসন। ঠিক সেই সময় এত লোককে নিয়ে কর্মসূচি বিতর্ক তৈরি করেছে।
#কলকাতা: তৃণমূলের কম্বল বিতরণ অনুষ্ঠানে ভিড়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েক জন। হুড়োহুড়িতে অসুস্থ হন তাঁরা। অনুষ্ঠানে কম্বল বিতরণের সময় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বর্ধমানের কার্জন গেট এলাকার ঘটনা। দেশ তথা রাজ্যে করোনার সংক্রমণ ব্যাপক আকার নিয়েছে। রাজ্যে আংশিক লক ডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভিড় এড়িয়ে চলার জন্য বার বার বাসিন্দাদের পরামর্শ দিচ্ছে প্রশাসন। ঠিক সেই সময় এত লোককে নিয়ে কর্মসূচি বিতর্ক তৈরি করেছে (West Bengal News)।
শনিবার বিধায়ক খোকন দাসের উদ্যোগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কম্বল বিতরণের কর্মসূচি ছিল। সেই কম্বল বিতরণ শুরু হতেই হুড়োহুড়ি পড়ে যায়। সকলেই আগে গিয়ে কম্বল সংগ্রহের চেষ্টা করেন। ভিড়ের চাপে সেখানে অসুস্থ হয়ে পড়েন কয়েক জন। এক জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা অন্য কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য মঞ্চ ছাড়েন। তারপর কম্বল বিতরণ শুরু হয়েছিল। লাইন দিয়ে কম্বল সংগ্রহের কথা বার বার মাইকে ঘোষণা করা হলেও তাতে কর্ণপাত করেনি অনেকেই।
advertisement
advertisement
ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ''তৃণমূলে শৃঙ্খলা বলে কিছু নেই। এই ঘটনা তার প্রমাণ। করোনা বেড়ে যাওয়ায় রাজ্য সরকার যখন লকডাউনের কথা ভাবছে তখন সেই সরকারের বিধায়ক লোক জমায়েত করছে।''
advertisement
আরও পড়ুন: সন্ধ্যার সুন্দরবনে ছোট নৌকায় বিরাট আওয়াজ! মুহূর্তেই লন্ডভন্ড সব, পড়ে ধীবরের রক্তাক্ত দেহ
বিধায়ক খোকন দাস বলেন, ''একটু হুড়োহুড়ি হয়েছিল। পুলিশ সামাল দেয়। কোভিড বিধি মেনেই অনুষ্ঠান হয়েছে। সবাইকে মাস্ক দেওয়া হয়। সবাই তা পরেছিলেন।'' এলাকাবাসীর সুবিধার জন্য বিনামূল্যের চারটি অ্যাম্বুলান্স ও দুটি শববাহী গাড়ির ব্যবস্থা করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন সেগুলির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এই অনুষ্ঠানেই চার হাজার বাসিন্দাকে কম্বল বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2022 8:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: শীতের সম্বল নিতে মানুষের সারি! বিধায়কের সামনেই যা ঘটল, প্রশ্ন উঠছে একাধিক