#কালনা: রাতে তৃণমূলে থেকে যাওয়ার খবর তো সকালে বিজেপি-তে যোগ দিতে মেদিনীপুর রওনা৷ তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা কখন নিজেদের অবস্থান বদলে ফেলছেন তা এখন আগাম অনুমান করা কার্যত অসম্ভব৷ শুক্রবার রাতেই জানা গিয়েছিল কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূলেই থেকে যাচ্ছেন৷ কিন্তু এ দিন সকালেই বিশ্বজিৎবাবু নিজে জানিয়ে দিলেন, অমিত শাহের সভায় তিনি বিজেপি-তেই যোগ দিচ্ছেন৷ ইতিমধ্যে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন!
বিশ্বজিৎ কুণ্ডুকে নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল৷ তিনি তৃণমূল ছাড়তে পারেন বলে খবর ছিল৷ কয়েকদিন আগে সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেছিলেন বিশ্বজিৎ৷ এর পরই তড়িঘড়ি কালনার বিধায়কের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকের পর মনে হয়েছিল বিশ্বজিৎ হয়তো তৃণমূলেই থেকে যাবেন৷
শুক্রবার রাতে জানা যায়, বিশ্বজিতের সঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথা হয়েছে৷ তাঁর সমস্ত ক্ষোভও মিটে গিয়েছে৷ আসানসোলের নেতা জিতেন্দ্র তিওয়ারির পর বিশ্বজিৎ কুণ্ডুও দলে থেকে যাওয়ার বার্তা দেওয়ায় বেশ কিছুটা স্বস্তি ফেরে তৃণমূল শিবিরে৷ কিন্তু সকাল হতেই বিশ্বজিৎ ফের ভোল বদলে ফেললেন৷ তিনি নিজেই জানিয়েছেন, অমিত শাহের সভায় আজই তিনি বিজেপি-তে যোগ দেবেন৷ সকালেই মেদিনীপুরের উদ্দেশ্যে বেরিয়েও পড়েন তিনি৷ কালনার বিধায়কের আরও দাবি, সৌগত রায়ের সঙ্গে তাঁর কোনও কথাই হয়নি৷ তৃণমূলের তরফে মিথ্যে খবর রটানো হচ্ছে বলেও অভিযোগ বিশ্বজিৎ কুণ্ডুর৷
Saradindu Ghoshনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।