কৌস্তভ বাগচীর সঙ্গে এ কী করল তৃণমূল! মেদিনীপুর শহরে বিরল ছবি
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Kaustav Bagchi: ভোট প্রচারে আসা কৌস্তভ বাগচিকে ডাবের জল খাওয়ালেন তৃণমূল নেতা!
মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক উত্তাপ আরও চরমে উঠছে। রাজনৈতিক হিংসা মারামারির ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে।
তবে রাজনৈতিক উত্তাপের মাঝেও এক সৌজন্যতার ছবি দেখলো মেদিনীপুর। কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীকে ডাবের জল খাওয়ালেন তৃণমূল কর্মীরা।
আরও পড়ুন- বাড়ির তিন বউ এবার পঞ্চায়েতের প্রার্থী, ভোট কাকে দেওয়া হবে চিন্তায় গোটা পরিবার
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুরে হাতিহলকা এলাকায় প্রচারে এসেছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তবে সেই এলাকাতেই উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কর্মীরা।
advertisement
advertisement
স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মাইক হাতে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
কৌস্তুভ অভিযোগ করেন, ভোট প্রচারে বাধা দিতে একত্রিত হয়েছিলেন তৃণমূল কর্মীরা। তবে মুহূর্তেই বদলে গেল সমগ্র চিত্রটা। কংগ্রেসের প্রার্থী এবং কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীকে ডাবের জল খাওয়ালেন এলাকার তৃণমূল নেতা গনি ইসমাইল মল্লিক সহ তৃণমূল কর্মীরা।
advertisement
আরও পড়ুন- তৃণমূলের প্রাক্তন সদস্য, এ বারের পঞ্চায়েতের ময়দানে যা করছেন…! অবাক কাণ্ড
রাজনৈতিক উত্তাপের মাঝে এক অন্য ছবির সাক্ষী থাকল মেদিনীপুর শহর। প্রচারে কোনওরকম বাধা তো নয়, বরং সমানভাবে ভোট প্রচারে সবারই অগ্রাধিকার আছে বলেই মন্তব্য করলেন ওই তৃণমূল নেতা।
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2023 12:00 AM IST









