CPIM: তৃণমূলের প্রাক্তন সদস্য, এ বারের পঞ্চায়েতের ময়দানে যা করছেন...! অবাক কাণ্ড

Last Updated:

Panchayat Election 2023: কাকদ্বীপে তৃণমূলের প্রাক্তন সদস্যা লড়ছেন সিপিআইএম-এর প্রতীকে। আর যা নিয়ে জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই পঞ্চায়েত সদস্যার নাম সোনা দোলুই। 

+
সোনা

সোনা দোলুই 

কাকদ্বীপ: কাকদ্বীপে তৃণমূলের প্রাক্তন সদস্যা লড়ছেন সিপিআইএম-এর প্রতীকে। আর যা নিয়ে জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই পঞ্চায়েত সদস্যার নাম সোনা দোলুই। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ২২২ নম্বর বুথ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সোনা দোলুই। তবে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি জয়লাভ করেননি।
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে পুনরায় একই বুথ থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ৩৩৪ ভোটে জয়লাভ করেন নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে। এরপর বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান হিসেবে মনোনীত হন। বর্তমানে তিনিই লড়ছেন সিপিআইএম-এর প্রতীকে।
আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে দাঁড়াতেই নামল শাস্তির খাঁড়া! CPIM প্রার্থীর সঙ্গে যা হল…! সমাজের মাথা হেঁট
কিন্তু কেন, সিপিআইএম প্রার্থীর অভিযোগ ২০১৮ সাল থেকে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কিন্তু ২০২০ সালে আমফান ঝড় হওয়ার পরে তিনি দেখেন ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে দূর্নীতি হয়েছে। যার প্রতিবাদে তিনি দল ছাড়েন। যদিও এ নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধান বানেশ্বর দাস জানান, স্বার্থের লোভে তিনি দল ছেড়েছেন। মানুষ সমস্ত কিছু দেখছে। তার জবাব ভোটে প্রতিফলিত হবে।
advertisement
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
CPIM: তৃণমূলের প্রাক্তন সদস্য, এ বারের পঞ্চায়েতের ময়দানে যা করছেন...! অবাক কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement