Tmc: ভাটপাড়ায় চায়ের দোকানে হঠাৎ গুলির শব্দ, লুটিয়ে পড়লেন তৃণমূল নেতা! মুহূর্তে সব শেষ

Last Updated:

ষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাউ।

এই চায়ের দোকানেই হামলার শিকার হন অশোক সাউ। প্রতীকী ছবি
এই চায়ের দোকানেই হামলার শিকার হন অশোক সাউ। প্রতীকী ছবি
ভাটপাড়া: রাজ্যে চলছে উপনির্বাচন, আর সেই আবহেই ফের রক্তাক্ত হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। স্থানীয়দের অভিযোগ, বুধবার সকাল থেকেই এলাকায় বোমাবাজি শুরু হয়। এরমধ্যেই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাউ। জখম হওয়ার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী।
সূত্রের খবর, ভাটপাড়া থানা এলাকায় সকাল থেকেই দুষ্কৃতীদের তাণ্ডব শুরু হয়েছিল। গোটা এলাকাতেই একের পর এক বোমাবাজি করছিল সমাজবিরোধীরা। সেই সময়েই থানার কাছেই একটি চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল নেতা। অভিযোগ, সেই সময়েই হঠাৎ ওই দোকানে ঢুকে পড়ে বেশ কয়েক জন দুষ্কৃতী। আর কিছু বুঝে ওঠার আগেই চায়ের দোকানে আর বাইরে বোমাবাজি শুরু করে দেয় তাঁরা। সেই সময়েই অশোককে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তখনই গুরুতর আহত হন ওই তৃণমূল নেতা।
advertisement
advertisement
ওই দোকানদারের দাবি, সেই সময় দোকানে ভীষণ ভিড় ছিল। চা বানাতে ব্যস্ত ছিলেন তিনি। আচমকা গোলমাল শুরু হয়।
এই প্রসঙ্গে তিনি জানান, “আমি কিছুই বুঝতে পারিনি। অশোকবাবু রোজই আমার দোকানে চা খেতে আসেন। আজকেও এসেছিলেন। ওঁরা এসে হঠাৎ হামলা চালালো। তাঁর গায়ে গুলি লেগেছে। আমার দোকানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।”
advertisement
যদিও এই হামলা কে বা কারা করল সে বিষয়ে কেউই কিছু বলতে পারেননি। ঘটনার খবর পেয়েই এলাকায় বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানানো হয়, এর আগেও ২০২৩ সালে একবার হামলা চালানো হয়েছিল অশোকের উপর। সেবার রক্ষা পেলেও এবার দুষ্কৃতীদের ছোড়া গুলি প্রাণ কাড়ল তৃণমূল নেতার। এই বিষয়ে, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, “তিন জন চায়ের দোকানে ঢুকে অশোক সাউকে পর পর গুলি করে। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, অশোকবাবুর পিঠে গুলি লাগে।”
advertisement
ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, বুধবার নৈহাটি বিধানসভায় উপনির্বাচন চলছে। সেখানেও বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এরমাঝেই, ভাটপাড়ায় এই হামলার ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যদিও এই ঘটনার পিছনে, বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীকোন্দল জড়িয়েই হামলার শিকার হয়েছেন তৃণমূল নেতা অশোক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc: ভাটপাড়ায় চায়ের দোকানে হঠাৎ গুলির শব্দ, লুটিয়ে পড়লেন তৃণমূল নেতা! মুহূর্তে সব শেষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement