East Bardhaman News: নীল রাস্তার পর এবার সবুজ! কী দিয়ে তৈরি, কত হল খরচ?

Last Updated:

এই রাস্তা দেখলে মনে হবে যেন রাস্তার উপর কোনও সবুজ কার্পেট পাতা রয়েছে।

+
সবুজ

সবুজ রাস্তা 

পূর্ব বর্ধমান: নীল রাস্তার পর এবার পূর্ব বর্ধমানে দেখা গেল সবুজ রঙের রাস্তা। এই রাস্তা দেখলে মনে হবে যেন রাস্তার উপর কোনও সবুজ কার্পেট পাতা রয়েছে। ইতিমধ্যেই এই রাস্তা দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে তৈরি হয়েছে এই সবুজ রঙের রাস্তা। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর পঞ্চায়েতের তরফ থেকে তৈরি হয়েছে এই রাস্তা। সাধারণত সকলেই দেখে এসেছি যে রাস্তার রঙ হয় কালো। কিন্তু এবার সবুজ রঙের রাস্তা তৈরি হল। তবে এই সবুজ রাস্তা তৈরির পিছনে কি বিশেষ কোনও কারণ রয়েছে? কি কারণে জঙ্গলমহলের মত জায়গায় এহেন উদ্যোগ নেওয়া হল? চলুন জেনে নেওয়া যাক।
এই বিষয়ে আউশগ্রাম ২ ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন, বিটুমিনের সঙ্গে গ্রিন সিল কোট মিশিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দের টাকায় অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এস টি পাড়া পর্যন্ত গ্রীন সিল সহ বিটুমিন রাস্তা তৈরি করা হয়েছে। প্লাস্টিকের বোতল গলিয়ে পিচের সঙ্গে মিশিয়ে এই গ্রীণ সিল কোড তৈরি করা হয়েছে। সবুজ রাস্তা তৈরি করে রীতিমত যেন জেলাবাসীকে নতুন চমক দিল আউশগ্রামের অমরপুর পঞ্চায়েত। অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এস টি পাড়া পর্যন্ত তৈরি হয়েছে এই বিশেষ রাস্তা। সূত্রের খবর, এই রাস্তা তৈরিতে খরচ হয়েছে ৫ লক্ষ টাকারও বেশি টাকা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই কালিকাপুর এমনিতেই এক ঐতিহ্যবাহী জায়গা। এই জায়গায় শতাধিক সিনেমার শ্যুটিং হয়েছে। সারাবছর এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।
advertisement
advertisement
এবার এই সবুজ রাস্তা এলাকার সৌন্দর্য্য আরও খানিকটা বাড়িয়ে তুলেছে বলেই মত স্থানীয়দের। আউশগ্রামের গেড়াই গ্রামের বাসিন্দা সঞ্জু বলেন, আমরা গ্রামবাসীরা গর্ববোধ করছি। আমাদের জঙ্গলমহলের মত জায়গায় এরকম রাস্তা হবে ভাবতেও পারিনি। কালিকাপুরে এমনিতেই শ্যুটিং করার জন্য অনেক শিল্পীরা আসেন, এই রাস্তা আরও শোভা বাড়িয়ে তুলবে।
advertisement
পিচের রাস্তা তৈরির পর উপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের একটি প্রলেপ। একদিকে এই প্রলেপ যেমন পিচকে বৃষ্টির জল থেকে রক্ষা করছে অন্যদিকে রঙিন রাস্তা শোভা বাড়াচ্ছে। এই রাস্তা অনেকটা টেকসই হবে বলেও অনেকেই জানিয়েছেন। পরবর্তীতে এই ধরনের রাস্তা জেলার বিভিন্ন জায়গায় তৈরির সম্ভাবনা রয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: নীল রাস্তার পর এবার সবুজ! কী দিয়ে তৈরি, কত হল খরচ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement