নাম বলতেই পর পর গুলি! ভাটপাড়ায় বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী

Last Updated:

ভিকি এলাকার পুরনো এবং সক্রিয় তৃণমূল কর্মী৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় এলাকা বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনাতেও ভিকির নাম জড়িয়েছিল বলে খবর৷

নিহত তৃণমূল কর্মী ভিকি যাদব৷
নিহত তৃণমূল কর্মী ভিকি যাদব৷
অরুণ ঘোষ, ভাটপাড়া: নাম জিজ্ঞেস করে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে ভাটপাড়ায় বাড়ির সামনে গুলি করে এক তৃণমূল কর্মীকে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা৷ ভরসন্ধেয় এই ঘটনায় আতঙ্ক ছড়াল উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের পুরানি তলাব এলাকায়৷ নিহত তৃণমূল কর্মীর নাম ভিকি যাদব৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় আট থেকে নটি গুলি করা হয় ভিকিকে৷ অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভিকিকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, ভিকি এলাকার পুরনো এবং সক্রিয় তৃণমূল কর্মী৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় এলাকা বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনাতেও ভিকির নাম জড়িয়েছিল বলে খবর৷ তিনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ছেলেরও ঘনিষ্ঠ বলে খবর৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন ভিকি৷ সেই সময় বাইকে করে তিন দুষ্কৃতী এসে তাঁকেই জিজ্ঞেস করে ভিকি যাদব কে? ভিকি নিজের পরিচয় দিতেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা৷ হাতে, পায়ে, পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ভিকি৷ ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নাম বলতেই পর পর গুলি! ভাটপাড়ায় বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement