নাম বলতেই পর পর গুলি! ভাটপাড়ায় বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী

Last Updated:

ভিকি এলাকার পুরনো এবং সক্রিয় তৃণমূল কর্মী৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় এলাকা বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনাতেও ভিকির নাম জড়িয়েছিল বলে খবর৷

নিহত তৃণমূল কর্মী ভিকি যাদব৷
নিহত তৃণমূল কর্মী ভিকি যাদব৷
অরুণ ঘোষ, ভাটপাড়া: নাম জিজ্ঞেস করে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে ভাটপাড়ায় বাড়ির সামনে গুলি করে এক তৃণমূল কর্মীকে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা৷ ভরসন্ধেয় এই ঘটনায় আতঙ্ক ছড়াল উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের পুরানি তলাব এলাকায়৷ নিহত তৃণমূল কর্মীর নাম ভিকি যাদব৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় আট থেকে নটি গুলি করা হয় ভিকিকে৷ অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভিকিকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, ভিকি এলাকার পুরনো এবং সক্রিয় তৃণমূল কর্মী৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় এলাকা বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনাতেও ভিকির নাম জড়িয়েছিল বলে খবর৷ তিনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ছেলেরও ঘনিষ্ঠ বলে খবর৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন ভিকি৷ সেই সময় বাইকে করে তিন দুষ্কৃতী এসে তাঁকেই জিজ্ঞেস করে ভিকি যাদব কে? ভিকি নিজের পরিচয় দিতেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা৷ হাতে, পায়ে, পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ভিকি৷ ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নাম বলতেই পর পর গুলি! ভাটপাড়ায় বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement