Sourav Ganguly: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ! বাণিজ্য সম্মেলনের মঞ্চে বিরাট চমক মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ক্ষমতায় আসার পর অভিনেতা শাহরুখ খানকে প্রথমে এ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাণিজ্য সম্মলেনের মঞ্চে ডেকে নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ সৌরভ যাতে এই প্রস্তাবে আপত্তি না করেন, সেই অনুরোধও করেন মমতা৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অবশ্য মঞ্চে উঠে গিয়ে তাঁর হাত থেকে প্রস্তাব সংক্রান্ত শংসাপত্র গ্রহণ করেন সৌরভ৷
ক্ষমতায় আসার পর অভিনেতা শাহরুখ খানকে প্রথমে এ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ বেশ কয়েক বছর শাহরুখ সরকারি ভাবে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকার পর গত মার্চ মাসে অভিনেতা এবং তৃণমূল সাংসদ দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন মমতা৷ তার ছ মাসের মধ্যেই এবার সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
আরও পড়ুন: দেশের অর্থনৈতিক পাওয়ার হাউজ বাংলা, মূল্য লক্ষ্য কর্মসংস্থান! বাণিজ্য সম্মেলনে জানালেন মমতা
advertisement
এ দিন নিউ টাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শুরু থেকেই উপস্থিত ছিলেন সৌরভ৷ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা শোনা যায় সৌরভের গলায়৷ প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘আমি জানি বাণিজ্য সম্মেলনকে মুখ্যমন্ত্রী কতটা গুরত্ব দেন। আমি এখানে দেখতে পাচ্ছি এখন খেলাকে এঁরা কোথায় নিয়ে যাচ্ছেন। মুকেশ আম্বানি এখানে আছেন। আমি এখানে ছোট একটা বিনিয়োগ করছি।’ মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে সৌরভ বলেন, ‘সিএম-কে এসএমএস করবেন আর ১ মিনিটের মধ্য উত্তর পাবেন। উনি নিজে ছোট ছোট জিনিসের উপর নজর রাখেন৷’
advertisement
মহারাজ আরও বলেন, ‘আজকে বাংলার জন্য একটা বিশেষ দিন। বাংলার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আমি ক্রীড়াক্ষেত্রের মানুষ। মুকেশ আম্বানি ও সঞ্জীব গোয়েঙ্কা যাঁরা সরাসরি খেলার পরিকাঠামোর সাথে যুক্ত। আমি স্বল্প বিনিয়োগ করেছি। এখানে যাঁরা আছেন তাঁদের মত নয়।’
সৌরভের সঙ্গে অতীতেও বিজেপি-র যোগ নিয়ে যথেষ্ট জল্পনা হয়েছে৷ তাঁর রাজনীতিতে আসা নিয়ে চর্চা কম হয়নি৷ প্রাক্তন ভারত অধিনায়ক অবশ্য বরাবরই এ ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করেছেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল৷ এবার রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সৌরভকে রাজ্য সরকার কীভাবে ব্যবহার করে, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 5:50 PM IST