বোর্ড মিটিংয়ে কাউন্সিলারদের দ্বন্দ্ব! দাঁত ভাঙল কাপের আঘাতে, কী কাণ্ড কালনা পুরসভায়!
- Published by:Teesta Barman
- Written by:Saradindu Ghosh
Last Updated:
সুমন বসু কাউন্সিলার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মুখ লক্ষ করে চিনা মাটির বড় ও ভারি কফি কাপ ছুড়ে মারেন বলে অভিযোগ। তাতেই রবীন্দ্রনাথের দাঁত ভাঙে। মুখ দিয়ে গল গল করে রক্ত ঝরতে শুরু করে।
#কালনা: রুদ্ধদ্বার বৈঠক চলাকালীন এক কাউন্সিলরকে লক্ষ করে কফি কাপ ছুড়ে মারলেন অন্য এক কাউন্সিলার। ছোড়া কাঁপে কাউন্সিলরের দাঁত ভেঙে একেবারে রক্তারক্তি কান্ড! এমনই ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কালনা পৌরসভায়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার বাইরে নয়, কালনা পুরসভার অন্দরেও। তৃণমূলেরই এক কাউন্সিলারের ছোড়া কাপের আঘাতে জখম হলেন আর এক কাউন্সিলার। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে কালনা শহরজুড়ে।
আরও পড়ুন: হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে রোগীর পরিবার, জরিমানা করল স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের
advertisement
বুধবার দুপুরে কালনা পৌরসভায় বোর্ড মিটিং চলছিল। সেই সময় একটি বিষয় নিয়ে মতের অমিল হয়। তার জেরে শুরু হয় কথা কাটাকাটি। তখনই কালনা শহরের তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তথা কাউন্সিলার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ওঠে কালনার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ বসু এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসুর বিরুদ্ধে।
advertisement
সুমন বসু কাউন্সিলার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মুখ লক্ষ করে চিনা মাটির বড় ও ভারি কফি কাপ ছুড়ে মারেন বলে অভিযোগ। তাতেই রবীন্দ্রনাথের দাঁত ভাঙে। মুখ দিয়ে গল গল করে রক্ত ঝরতে শুরু করে।
advertisement
ঘটনার পর এদিন সন্ধ্যায় কালনা কাটোয়া এসটিকেকে রোডের উপর আগুন জ্বালিয়ে সন্দীপ বসু এবং অনিল বসুর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসেরই একাংশ। পথ অবরোধও করে তারা।
জানা গিয়েছে, কালনা পৌরসভার কাউন্সিলার তাপস দাসের ১৭ নম্বর ওয়ার্ডে ঠিক মতো নিকাশি নালা পরিষ্কার হয় না বলে বোর্ড মিটিংয়ে অভিযোগ ওঠে। সেই বিষয় নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে বোর্ড মিটিং। তখন সুমন বসু ওরফে অনিল বসু ওই ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দাসকে চেয়ার ছুড়ে মারতে যান। তার পরেই একের পর এক কাপ ছোড়া শুরু হয়। সেই কাপ গিয়ে লাগে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাঁতে এবং কপালে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত কাউন্সিলর অনিল বসু বলেন, "আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। উনি বয়স্ক মানুষ। আমি ওঁকে যথেষ্ট সম্মান করি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 11:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোর্ড মিটিংয়ে কাউন্সিলারদের দ্বন্দ্ব! দাঁত ভাঙল কাপের আঘাতে, কী কাণ্ড কালনা পুরসভায়!