TMC Clash: যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! অভিযোগ 'তৃণমূলের' বিরুদ্ধেই! দক্ষিণেশ্বর তোলপাড়

Last Updated:

TMC Clash: অভিযোগ, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই তৃণমূল নেতা। আহত বুম্বা কামারহাটি রথতলার কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
দক্ষিনেশ্বর : দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতা বুম্বাকে মারধরের অভিযোগ তৃণমূলেরই অপর পক্ষ জয়ন্ত সিংয়ের দলবলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রড দিয়ে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে বুম্বাকে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। যদিও অভিযোগ, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই তৃণমূল নেতা। আহত বুম্বা কামারহাটি রথতলার কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আড়িয়াদহের ওই যুব তৃণমূল নেতা বুম্বাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলেরই অপর পক্ষ জয়ন্ত সিংয়ের দলবলের বিরুদ্ধে। হাসপাতাল থেকে বুম্বা জানান, “বাড়ি থেকে বেরিয়ে অফিস যাচ্ছিলাম। বাবু পাড়ার কাছে জয়ন্ত, জঙ্ঘা, সৈকত মান্না সহ ১৫-২০ জন আমাকে ঘিরে ধরে গুলি চালায়। পায়ের ভিতরে গুলি লেগে বেরিয়ে যায়। আমি নিজেকে রক্ষা করতে গিয়ে বাইক থেকে পড়ে যায়। তারপর আধ ঘন্টা ধরে আমাকে রড, বাঁশ দিয়ে মারধর করে। আমি চাই দোষীদের যেন শাস্তি হয়।”
advertisement
advertisement
যদিও এই ঘটনায় পুলিশ সূত্রে দাবি কোনও গুলি চলেনি। কোদালের বাট জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে বুম্বাকে। হাতে, পায়ে চোট পেয়েছেন তিনি। এদিকে ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসার আরও এক নজির মেলায় কিছুটা অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
advertisement
রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Clash: যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! অভিযোগ 'তৃণমূলের' বিরুদ্ধেই! দক্ষিণেশ্বর তোলপাড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement