TMC-BJP: সুন্দরবনের বেহাল নদীবাঁধ নিয়ে সরব সুকান্ত মজুমদার,পাল্টা অভিযোগ তৃণমূলের

Last Updated:

TMC-BJP: নদী, সমুদ্র ও জঙ্গল ঘেরা বিভিন্ন দ্বীপের সমাহার হল সুন্দরবন। আর সেই যায়গার এক জ্বলন্ত সমস্যা হল নদীবাঁধ। সুন্দরবনের রাজনীতিও আবর্তিত হয় এই বাঁধ নিয়ে।

তৃণমূল-বিজেপি
তৃণমূল-বিজেপি
দক্ষিণ ২৪ পরগণা: নদী, সমুদ্র ও জঙ্গল ঘেরা বিভিন্ন দ্বীপের সমাহার হল সুন্দরবন। আর সেই জায়গার এক জ্বলন্ত সমস্যা হল নদীবাঁধ। এই নদীবাঁধ নিয়ে প্রতিবছর আতঙ্কে থাকেন সুন্দরবনের লাখ লাখ বাসিন্দা। সুন্দরবনের রাজনীতিও আবর্তিত হয় এই বাঁধ নিয়ে।
এই বাঁধের জন্য কেন্দ্র থেকে টাকা বরাদ্দ করা হচ্ছে না বলে বারবার দাবি করেছেন রাজ্যের শাসক দলের নেতা নেতৃত্বরা। আর এবার সেই অভিযোগের পাল্টা হিসাবে বাঁধের বেহাল দশা নিয়ে সরব হয়েছে বিজেপিও। রবিবার ফ্রেজারগঞ্জের কয়লা ঘাটায় নদীবাঁধ পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
তিনি এ নিয়ে জানান ২০০৯ সালে কংক্রিটের নদী বাঁধ নির্মাণের জন্য কেন্দ্রের ইউপিএ সরকার অর্থ বরাদ্দ করেছিল। তখন তৃণমূল সেই কাজে বাঁধা দিয়েছিল, টাকা নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরও জানিয়েছেন কেন্দ্রে বিজেপি সরকার এখনও পর্যন্ত বহু টাকা পাঠিয়েছে। সেই টাকায় আর নদী বাঁধ হয়নি বলে জানিয়েছেন তিনি।
advertisement
‌যদিও এই দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার বলেন, কেন্দ্র গঙ্গা অ্যাকশন প্লানের টাকা বরাদ্দ করছে না, এছাড়া সুন্দরবন মাস্টার প্ল্যান জমা দেওয়া আছে তারও কোন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র। সেজন্য সুন্দরবন এলাকায় নদীর বাঁধ গুলি করা যাচ্ছে না, তবুও রাজ্য সরকার কিছু জায়গায় কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করেছে‌।
advertisement
এই অভিযোগ পাল্টা অভিযোগে নতুন করে সরগরম সুন্দরবন এলাকা। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়। সেদিকেই তাকিয়ে আপামর সুন্দরবনবাসী।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC-BJP: সুন্দরবনের বেহাল নদীবাঁধ নিয়ে সরব সুকান্ত মজুমদার,পাল্টা অভিযোগ তৃণমূলের
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement