TMC: এক-দুই নয়...! ৩৪ জন 'বিরোধী' যোগ দিলেন তৃণমূলে, শহিদ দিবসের আগেই বিরাট হইচই, কোথায় হল যোগদান?

Last Updated:

TMC: ২১শে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি-সহ ৩৪ জন বিরোধী জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

কোথায় হল যোগদান?
কোথায় হল যোগদান?
দক্ষিণ ২৪ পরগনা: ২১শে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি-সহ ৩৪ জন বিরোধী জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিপুল সংখ্যক বিরোধীদের একযোগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে তোলপাড় পরে গিয়েছে মথুরাপুরে।
২১ শে জুলাই শহিদ দিবসের আগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বড় ধাক্কা খেল বিরোধী শিবির। এই সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি নূর সালাম মোল্লা-সহ বিরোধী দলের মোট ৩৪ জন জনপ্রতিনিধি—গ্রাম সভার সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য—তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
advertisement
advertisement
রবিবার এই প্রস্তুতি সভার আয়োজন করেন সুন্দরবন যুব তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার সভাপতি বাপি হালদার। তাঁর হাত থেকেই বিরোধীদলের নেতারা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন।
advertisement
তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা জানান, “তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় সামিল হতে আমরা এই দলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।”
সভা থেকে বাপি হালদার বলেন, “মথুরাপুরে একের পর এক বিরোধী দল থেকে নেতা ও কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উন্নয়নের স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এই যোগদান।”
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: এক-দুই নয়...! ৩৪ জন 'বিরোধী' যোগ দিলেন তৃণমূলে, শহিদ দিবসের আগেই বিরাট হইচই, কোথায় হল যোগদান?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement