TMC: এক-দুই নয়...! ৩৪ জন 'বিরোধী' যোগ দিলেন তৃণমূলে, শহিদ দিবসের আগেই বিরাট হইচই, কোথায় হল যোগদান?

Last Updated:

TMC: ২১শে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি-সহ ৩৪ জন বিরোধী জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

কোথায় হল যোগদান?
কোথায় হল যোগদান?
দক্ষিণ ২৪ পরগনা: ২১শে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি-সহ ৩৪ জন বিরোধী জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিপুল সংখ্যক বিরোধীদের একযোগে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে তোলপাড় পরে গিয়েছে মথুরাপুরে।
২১ শে জুলাই শহিদ দিবসের আগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বড় ধাক্কা খেল বিরোধী শিবির। এই সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি নূর সালাম মোল্লা-সহ বিরোধী দলের মোট ৩৪ জন জনপ্রতিনিধি—গ্রাম সভার সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য—তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
advertisement
advertisement
রবিবার এই প্রস্তুতি সভার আয়োজন করেন সুন্দরবন যুব তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার সভাপতি বাপি হালদার। তাঁর হাত থেকেই বিরোধীদলের নেতারা তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন।
advertisement
তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা জানান, “তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় সামিল হতে আমরা এই দলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।”
সভা থেকে বাপি হালদার বলেন, “মথুরাপুরে একের পর এক বিরোধী দল থেকে নেতা ও কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উন্নয়নের স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এই যোগদান।”
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: এক-দুই নয়...! ৩৪ জন 'বিরোধী' যোগ দিলেন তৃণমূলে, শহিদ দিবসের আগেই বিরাট হইচই, কোথায় হল যোগদান?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement