খরচ প্রায় ২১ কোটি! তিলপাড়া ব্যারেজ সংস্কারে সাহায্য করছে আই আই টি রুরকি, পরিদর্শনে CWC
- Published by:Ankita Tripathi
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে আসছে CWC আগামী রবিবার ব্যারেজ পরিদর্শন করবেন তাদের আধিকারিকরা।
বীরভূম: তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে আসছে CWC আগামী রবিবার ব্যারেজ পরিদর্শন করবেন তাদের আধিকারিকরা। CWC অধিকর্তা এস.কে শর্মা পরিদর্শন করবেন। আই.আই.টি রুরকি বিশেষ ভাবে সাহায্য করবে এই ব্যারেজ সংষ্কারে। র্যাফটের ১২,১৩,১৪ গেট ডিভাইডার ক্ষতিগ্রস্ত। আপাতত গ্রাউটিং করা হচ্ছে। তারপর কংক্রিট দিয়ে ফাটল বোজানো হবে। কারণ বেসমেন্টের একাংশ বসে গিয়েছে।
১৯৫০ সালে এই ব্যারেজ তৈরি হয়। আপাতত কাজের জন্য খরচ ধরা হয়েছে ২১ কোটি আনুমানিক। বৃষ্টি থামলে কাজ শুরু হবে পুরোপুরি। আপাতত ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিন্তু জল ছাড়তেই হবে, তবে নিয়ন্ত্রণ করে ছাড়া হবে জল। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগে রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তিলপাড়া ব্যারেজ। ব্যারেজে ফাটল দেখা যাওয়ায় পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছিল। বাস চলাচলও বন্ধ করা হয়েছে। শুধু মোটর বাইক আর অ্যাম্বুলেন্স যাতায়াত করতে দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুইয়া জানিয়েছেন, ২০১৯ সালে প্রথম নজরে আসে এই সমস্যা। এরপর সেচ দফতর আধিকারিকরা সংষ্কারের কাজে উদ্যোগী হন। এটি হবার কথা ছিল বিশ্ব ব্যাংক ও রাজ্যের যৌথ সহযোগিতায়। কিন্তু কেন্দ্র অনুমতি না দেওয়ায় রাজ্য সেই কাজ শুরু করতে পারেনি। পরবর্তী সময়ে ফের আবেদন করা হয়। CWC ও কেন্দ্রের প্রতিনিধিরা পরিদর্শন করেন। সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য নিজেই কাজ করবে। সেই কাজ শুরু হয়। লক্ষ্য ছিল দ্রুত কাজ শেষ করা হবে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে তা শেষ করা গেল না। এর মধ্যেই বিপত্তি।
advertisement
আরও পড়ুন: মিছিলে গিয়ে পুলিশের মারের অভিযোগ, হাসপাতালে ভর্তি আরজি করের নির্যাতিতার মা! দেখতে গেলেন শুভেন্দু
সেচ দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, এরপর যোগাযোগ করা হয় আই.আই.টি রুরকির সঙ্গে। তাদের তরফে অধ্যাপক জেড আহমেদ নিজে আসেন। ব্যারেজ পরিদর্শন করেন। তার নির্দেশ মতোই কাজ এগোচ্ছে। এরই মধ্যে আজ বিকেলেই সিউড়ি আসছেন CWC ডিরেক্টর। আগামীকাল তিনিও ব্যারেজ পরিদর্শন করবেন। রাজ্য আশাবাদী শীঘ্রই এই কাজ শেষ করা যাবে। ম্যাকিনটোশ বার্ণ লিমিটেড এই কাজ করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 5:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খরচ প্রায় ২১ কোটি! তিলপাড়া ব্যারেজ সংস্কারে সাহায্য করছে আই আই টি রুরকি, পরিদর্শনে CWC