IAF Chief: অপারেশন সিঁদুরে কতগুলি পাক যুদ্ধবিমান ধ্বংস করে ভারত? এতদিনে মুখ খুললেন বায়ুসেনা প্রধান

Last Updated:

IAF Chief: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অন্তত ছয়টি বিমান ধ্বংস করেছে ভারত।

 অপারেশন সিঁদুরে কতগুলি পাক যুদ্ধবিমান ধ্বংস করে ভারত? এতদিনে মুখ খুললেন বায়ুসেনা প্রধান
অপারেশন সিঁদুরে কতগুলি পাক যুদ্ধবিমান ধ্বংস করে ভারত? এতদিনে মুখ খুললেন বায়ুসেনা প্রধান
বেঙ্গালুরু: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অন্তত ছয়টি বিমান ধ্বংস করেছে ভারত। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এমনই জানালেন ভারতের বায়ুসেনা প্রধান অমর প্রীত সিং। এই ছয়টির মধ‍্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি AEW&C/ELINT বিমান, যা পাকিস্তানের বিশেষ ধরনের সামরিক বিমান। বায়ুসেনা প্রধান শনিবার জানান, পাকিস্তানের কয়েকটি F16 জেট জ্যাকোবাবাদে এবং একটি AEW&C ভোলারিতে ধ্বংস করা হয়েছিল।
বেঙ্গালুরুর অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের সাফল‍্যের বিবরণ দিতে গিয়ে পাক বিমান ধ্বংসের কথা বলেন বায়ুসেনা প্রধান। ভারত পাকিস্তান সংঘর্ষবিরতিরর পর এই প্রথম পাকিস্তানের বিমানের ক্ষয়ক্ষতি সম্পর্কে এত বিস্তারিত তথ‍্যের উল্লেখ‍্য করলেন বায়ুসেনা প্রধান। অপারেশন সিঁদুর সম্পর্কেও অনেক বিস্তারিত তথ‍্য তুলে ধরলেন তিনি।
advertisement
advertisement
পহেলগাঁওতে হামলার পরে মে মাসের ৭ তারিখেই ওই বাড়িগুলি (যে জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায় ভারত) চিহ্ণিত করেছিল ভারত। উপগ্রহ চিত্রের মাধ‍্যমেই হামলার সঠিক জায়গা নির্ধারিত করেছিল ভারত। ভারতের হামলায় সন্ত্রাসবাদীদের মৃত‍্যুর নিশ্চিত খবরও পেয়েছে ভারত। কাউকে বোঝাতে পারিনি যে, দেখুন, আমরা এটি অর্জন করেছি… তাই আমি খুব খুশি যে এই সময় আমরা বালাকোটের সেই ভূতকে মোকাবেলা করতে পেরেছি, আমরা বিশ্বকে বলতে পেরেছি আমরা কী অর্জন করেছি’’
advertisement
তিনি আরও জানালেন, পাক জঙ্গিঘাঁটিতে হামলার সম্পূর্ণ সমর্থন পেয়েছেন রাজনৈতিকভাবেও। কোনও বাধা ছিল না, জানান তিনি। প্রসঙ্গত, কংগ্রেস নেতা রাহুল গান্ধি কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় দাবি করেছিলেন যে সরকার অপারেশন সিন্দুরের সময় সশস্ত্র বাহিনীর “হাত বেঁধে রেখেছিল”। পাশাপাশি বায়ুসেনা প্রধান এও জানান, পাক বিমান ধ্বংসে ভারতের হাতিয়ার ছিল S-400 সিস্টেম।
advertisement
তিনি জানান, ‘‘আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি একটি চমৎকার কাজ করেছে। S-400 সিস্টেম, যা আমরা সম্প্রতি কিনেছি, একটি গেম-চেঞ্জার হয়েছে। সেই সিস্টেমের পরিসীমা সত্যিই তাদের বিমানকে তাদের অস্ত্র থেকে দূরে রেখেছে, যেমন, তাদের কাছে থাকা দীর্ঘ-পাল্লার গ্লাইড বোমাগুলি, তারা সেগুলির কোনওটিই ব্যবহার করতে পারেনি কারণ তারা সিস্টেমটি ভেদ করতে পারেনি।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IAF Chief: অপারেশন সিঁদুরে কতগুলি পাক যুদ্ধবিমান ধ্বংস করে ভারত? এতদিনে মুখ খুললেন বায়ুসেনা প্রধান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement