Nabanna Abhijan: মিছিলে গিয়ে পুলিশের মারের অভিযোগ, হাসপাতালে ভর্তি আরজি করের নির্যাতিতার মা! দেখতে গেলেন শুভেন্দু
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Nabanna Abhijan: ধর্না অবস্থান তুলে নেওয়া হয়েছে পার্ক স্ট্রিট থেকে। সূত্রের খবর, বিক্ষোভে আক্রান্ত হয়ে অসুস্থ নির্যাতিতার মা।
কলকাতা: নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পার্ক স্ট্রিট। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়েছে বলেই জানা গিয়েছে। ধর্না অবস্থান তুলে নেওয়া হয়েছে পার্ক স্ট্রিট থেকে। সূত্রের খবর, বিক্ষোভচলাকালীন অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশী অত্যাচারের অভিযোগ করেছেন তিনি। হাসপাতালে অসুস্থ নির্যাতিতার মাকে দেখতে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নির্যাতিতার মা জানান, ‘‘আমরা তো নিরস্ত্র, আপনাদের এত ভয় কীসের? কপালে পিঠে মারা হয়েছে৷ রাস্তায় ফেলে মারা হয়েছে। আমি নবান্নে যেতে চাই। কেন আমাকে মারা হল, কেন আমার মেয়েকে তাঁর কাজের জায়গায় খুন করা হল।’’ নির্যাতিতার বাবা জানান, ‘‘পুলিশ ১ বছর ধরে আমাদের উপরে অত্যাচার করছে। আমরা পুলিশের সঙ্গে। ধর্মতলা থেকে মিছিল করে আসার সময় পুলিশ আটকেছে।’’
advertisement
advertisement
নির্যাতিতার মা আরও জানান, “পুলিশ আমার কপালে আঘাত করেছে। আমরা নিরস্ত্র ছিলাম ,তারা আমাদের ভয় পাচ্ছে কেন? চার-পাঁচজন পুলিশ আমাকে মাটিতে ফেলে নির্মমভাবে পিটিয়েছে। আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। মেয়েকে কেড়ে নিয়েছে। এবার কি স্বামীকে কাড়বে?” প্রসঙ্গত, নির্যাতিতার মায়ের চিকিত্সক জানিয়েছেন, তাঁর সিটি স্ক্যান হয়েছে, এমআরআই করতে হবে। রিপোর্ট এলে বোঝা যাবে আঘাত কতখানি গুরুতর। আর তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ভর্তির বিষয়ে।
advertisement
নির্যাতিতার মায়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘প্রথম কাজ এখন নির্যাতিতার মা-বাবা, আক্রান্তদের সুস্থ করা। পরবর্তী কর্মসূচি অভয়ার বাবা মা, আমাদের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ঠিক করবেন আলোচনা করে।’’ শুভেন্দুর আরও অভিযোগ, ‘‘জাতীয় পতাকা পায়ে মারিয়েছে এই মমতা পুলিশ। ছাড়ব না এদের। টালা পার্কের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচায়নি।’’
advertisement
অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরা আন্দোলন অবস্থান ধর্না তুলে নিচ্ছি। কারণ জুনিয়র চিকিৎসকরা কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছেন।ওরা যান ব্যারিকেড ভাঙ্গুন, আমরা সঙ্গে আছি সকলের। প্রাক্তন করব মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনোজ ভার্মাকে জেলে ঢোকাব।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 4:47 PM IST