Tiger Fear: প্রকৃতির ডাকে যাচ্ছিলেন জঙ্গলের দিকে, তখনই দেখেন 'উনি'! বাঘের ভয়ে সব ছেড়ে দৌড় বাসিন্দার

Last Updated:

লোকালয়ে নতুন করে আবার বাঘের আতঙ্ক

+
বাঘের

বাঘের পায়ের ছাপ 

সুন্দরবন: আবারও বাঘের আতঙ্ক সুন্দরবনের লোকালয়ে, এবার মৈপীঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইকপাড়ায় বাঘের আতঙ্ক। এলাকার এক বাসিন্দা প্রাতঃকৃত্য যাওয়ার সময় লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের দেখা পান। খবর দেওয়া হয় বন দফতরে।
বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নজরদারি শুরু করেছেন। নলগোড়া বিটের একাধিক বনকর্মীরা এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা রাত পাহারায় বসেছেন। বাঘ আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে এসেছিল বলে জানায় বাসিন্দারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে।
advertisement
advertisement
বন কর্মীরা এলাকায় গিয়ে খতিয়ে দেখছেন বলে এলাকাবাসী সূত্রের খবর। বোঝার চেষ্টা করছে বাঘ পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয়ের মধ্যে রয়েছে। নজর রেখেছে বন দফতর। সাধারণত শীতের মরসুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে অনায়াসে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু এভাবে গরমের সময় লোকালয়ে বাঘ ঢোকার খবর পাওয়া যায় না। তবে গত মরসুম থেকে এই মরসুমে বেশি বাঘ লোকালয়ে ঢোকার খবর পাওয়ার গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কি কারণে এভাবে গরম কালে লোকালয় বাঘ ঢুকছে বারে বারে। প্রশ্ন উঠছে বাঘ বেড়েছে নাকি খাবারের অভাবে বারে বারে লোকলায় বাঘ ঢুকে পড়ছে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger Fear: প্রকৃতির ডাকে যাচ্ছিলেন জঙ্গলের দিকে, তখনই দেখেন 'উনি'! বাঘের ভয়ে সব ছেড়ে দৌড় বাসিন্দার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement