South 24 Parganas News: মাল বোঝাই আস্ত ট্রাক পড়ল গঙ্গার জলে! সাংঘাতিক অবস্থা জয়নগরে

Last Updated:

জয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাক উল্টে গেল গঙ্গার জলে 

+
গঙ্গায়

গঙ্গায় পড়া ট্রাক

জয়নগর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মাল বোঝাই ট্রাক উল্টে গেল গঙ্গায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সোমবার জয়নগর রথতলা ঘোষ গঙ্গার পাড়ে একটি মালবাহী ট্রাক কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গাড়িটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষ গঙ্গায় উল্টে যায়। ট্রান্সপোর্টের গাড়ি হওয়ায়, ওই গাড়িতে বিভিন্ন ধরনের জিনিস তোলা হয়েছিল। সেগুলি সমেত গাড়িটি জলে পড়ে যায়।
তবে এই ঘটনায় কেউ জখম হয়নি। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ট্রাক থেকে জিনিসপত্র উদ্ধার করতে শুরু করেন। ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান, একটি ট্রান্সপোর্টের গাড়ি নানা ধরনের মাল বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগেই ঘোরাতে গিয়েই গঙ্গায় উল্টে যায়।
advertisement
advertisement
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, চালক এবং খালাসী আহত না হলেও এটা যদি দিনের আলোতে না হয়ে রাতের দুর্ঘটনাটা ঘটত তাহলে প্রাণহানির মত ঘটনা ঘটে যেতে পারত। কারণ দিনের আলোতে রাস্তায় প্রচুর মানুষ যাতায়াত করছিল এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ছুটে আসে স্থানীয় মানুষজন, যার কারণে বড়সড় দুর্ঘটনা রক্ষা পায় সকলে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে, জয়নগর থানার পুলিশ। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান গাড়িটি ঘোরানোর সময় চালকের অসতর্কতার জেরে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাল বোঝাই আস্ত ট্রাক পড়ল গঙ্গার জলে! সাংঘাতিক অবস্থা জয়নগরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement