Gobardhanpur: সত্যি হল আশঙ্কা! সমুদ্রের জলে ভাসছে গোবর্ধনপুর, জলোচ্ছ্বাসের ভয় ধরানো ভিডিও দেখলে বুক কেঁপে উঠবে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সব আশঙ্কা সত্যি করে সমুদ্রের জলে সত্যি সত্যি ভেসে গেল গোবর্ধনপুর
দক্ষিণ ২৪ পরগনা: সব আশঙ্কা সত্যি করে সমুদ্রের জলে সত্যি সত্যি ভেসে গেল গোবর্ধনপুর। সুন্দরবনের প্রান্তিক দ্বীপ জি-প্লটের গোবর্ধনপুরে জলমগ্ন হয়ে গিয়েছে সমুদ্র তীরবর্তী গোবর্ধনপুর গ্রাম। জলমগ্ন ৫০টির বেশি বাড়ি। মিষ্টি জলের পুকুর, ধান ও সব্জির ক্ষেতে সমুদ্রের নোনা জল ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয়রা। গত তিন দশকে গোবর্ধনপুরে বর্তমানে ভেঙে যাওয়া বাঁধটি এই নিয়ে ছয় বার বাঁধ তৈরি হয়েছে। কিন্তু প্রকৃতির রোষে কোনটাই টেকেনি। বছর খানেক আগে কংক্রিটের বাঁধ ভেঙে যাওয়ার পর নতুন করে প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দ করে ভেঙে যাওয়া বাঁধের পিছনে মাটির রিং বাঁধ তৈরির কাজ চলছিল।
প্রায় ৬০০ মিটার বাঁধ তৈরি শেষ হয়েছিল। বাকি অর্ধেকটা জমি অধিগ্রহণ করতে না পারায় কাজ শুরু করা যায়নি। বাচ্চাদের নিয়ে এখনও অনেক বাসিন্দা জলবন্দি হয়ে রয়েছেন সেখানে। অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিলেও মিলছে না খাবার। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। বর্তমানে সেখানে সমুদ্রে ভয়ঙ্কর গর্জন হচ্ছে। পাথরপ্রতিমা ব্লকের এই দ্বীপের প্রায় ১২০০ মিটার বাঁধ বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসে পুরোপুরি ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। সূত্রের খবর প্রায় ৯০০ মিটার রিং বাঁধ তৈরি করার সিদ্ধান্ত হয়েছিল পাথরপ্রতিমার গোবর্ধনপুরে। ‘আরআইডিএফ ২০’ প্রকল্প থেকে বরাদ্দ হয়েছিল কয়েক কোটি টাকা।
advertisement
advertisement
যে জায়গায় সেটি তৈরি হওয়ার কথা সেখানে বসবাস ছিল বহু পরিবারের। তাঁদের মধ্যে বেশিরভাগ সরে গেলেও গুটিকয়েক পরিবার ভিটেমাটি ছাড়তে রাজি হয়নি। ফলে কাজ শুরু করতে পারেনি সেচ দফতর। এর মাশুল গুণতে হচ্ছে দুই শতাধিক পরিবারকে। নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় দুর্বল মাটির বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জল ঢুকছে গ্রামে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২০০টির মধ্যে ৭০টি পরিবার সবথেকে কষ্টে দিন কাটাচ্ছে। তাদের ঘরের ভিতর হাঁটু সমান জল। তারা বাড়ির ভিতর উঁচুতে মাচা বেঁধে দিন কাটাচ্ছেন। কয়েকটি পরিবার বাড়িছাড়া। গ্রামের একটি উঁচু রাস্তায় অস্থায়ী ছাউনি করে বসবাস করছেন। এই মুহূর্তে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 3:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gobardhanpur: সত্যি হল আশঙ্কা! সমুদ্রের জলে ভাসছে গোবর্ধনপুর, জলোচ্ছ্বাসের ভয় ধরানো ভিডিও দেখলে বুক কেঁপে উঠবে