South 24 Parganas News: আবহাওয়ার উন্নতি হলেও কাটছে না আতঙ্ক! জলোচ্ছ্বাসের সম্ভাবনা

Last Updated:

ঝড়ের সম্ভাবনা ক্ষীণ, প্লাবন আতঙ্কেই কাঁটা সুন্দরবন। আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আতঙ্ক কাটছে না সুন্দরবনে

+
নড়বড়ে

নড়বড়ে নদী বাঁধ

দক্ষিণ ২৪ পরগনা: আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আতঙ্ক কাটছে না সুন্দরবনবাসীর। প্রবল ঝড়ের যে সম্ভাবনা ছিল তা আপাতত হচ্ছে না। তাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে উপকূলের মানুষ। যদিও, সতর্কতা রয়েছে নদী বাঁধ এলাকাগুলিতে এবং দ্বীপবেষ্টিত জায়গায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় নিচু দ্বীপগুলির দিকে সজাগ দৃষ্টি রয়েছে প্রশাসনের। গোসাবা, বাসন্তী, কুলতলি, ক্যানিং-সহ বিভিন্ন এলাকায় নজরদারি চলছে।
কুলতলির কৈখালী ঘাটে ফেরি পরিষেবা আপাতত বন্ধ, পাশাপাশি সুন্দরবনে কৈখালীতে পর্যটকদের নদীতে যেতে নিষেধ করা হয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ। নদীর আশেপাশে সমস্ত দোকানপাট বন্ধ এলাকার শুনশান। অমাবস্যা ভরা কোটালে নদীর জলোচ্ছ্বাস বাড়ছে। যেহেতু অমাবস্যার কটাল চলছে তাই সুন্দরবনের নদী বাঁধ এলাকায় সচেতন দৃষ্টি রাখছে প্রশাসন। কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। মজুত করা হয়েছে শুকনো খাবার ও ত্রিপল।
advertisement
advertisement
যে সমস্ত বহুমুখী ঘূর্ণিঝড় সেন্টার আছে সেগুলিও দ্রুত পরিষ্কারের কাজ চলছে। তৈরি রাখা হয়েছে ফ্লাড শেল্টারগুলিও। সাইক্লোনের কোনও সতর্কতা আপাতত নেই। তবে প্রবল বৃষ্টি এবং বৃষ্টি জনিত সমস্যার জন্য সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। বিভিন্ন দফতরের অ্যালার্ট করা হয়েছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পানীয় জল থেকে শুকনো খাবার সব কিছুই মজুত রাখা হয়েছে। নিম্নচাপের জোরে মাঝেমধ্যেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। সে কারণেই অনেক আগেভাগে সতর্ক রয়েছে মহকুমা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় এসডিও অফিসে ২৪ ঘণ্টা খোলা থাকছে কন্ট্রোল রুম। এছাড়াও বিডিও অফিসগুলোতেও কন্ট্রোলরুম খোলা থাকবে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: আবহাওয়ার উন্নতি হলেও কাটছে না আতঙ্ক! জলোচ্ছ্বাসের সম্ভাবনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement