West Bengal news: হিমাচল সফরে গিয়েছিলেন বাংলার তিন পর্যটক, হঠাৎ বন্ধ যোগাযোগ, কোথায় গেলেন বাসিন্দারা?
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal news: হিমাচল প্রদেশ বেড়াতে গিয়ে হদিস মিলছে না কাটোয়ার তিন বাসিন্দার। নিখোঁজরা হলেন নিরুপম বিশ্বাস (৫৩), দীপক দাস (৪৬) ও মিঠুন কুন্ডু (৪৬)। পরিবারের সূত্রে খবর, ২২ অগাস্ট বাড়ি থেকে রওনা হয়েছিলেন তাঁরা।
কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: হিমাচল প্রদেশ বেড়াতে গিয়ে হদিস মিলছে না কাটোয়ার তিন বাসিন্দার। নিখোঁজরা হলেন নিরুপম বিশ্বাস (৫৩), দীপক দাস (৪৬) ও মিঠুন কুন্ডু (৪৬)। পরিবারের সূত্রে খবর, ২২ অগাস্ট বাড়ি থেকে রওনা হয়েছিলেন তাঁরা। সব কিছু ঠিকঠাক চললেও ২৫ অগাস্ট সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল। এরপর হঠাৎই ফোন সুইচ অফ হয়ে যায়। আর কোনও খবর নেই এই তিন পর্যটকের।
পরিবার জানিয়েছে, শেষ বার যখন ফোনে কথা হয়েছিল তখন তাঁরা হিমাচল প্রদেশের চাম্বা জেলার মানিমাহেস হ্রদের পথে ছিলেন। ফোনে জানিয়েছিলেন, সামনে ও পিছনে ব্যাপক ধস নেমে গেছে, রাস্তা পুরোপুরি বন্ধ। বাধ্য হয়ে তাঁরা একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। সেই রাতের পর থেকে আর যোগাযোগ করা যায়নি।
advertisement
advertisement
প্রথম দিকে পরিবার ভেবেছিল হয়তো নেটওয়ার্ক সমস্যার জন্য যোগাযোগ হচ্ছে না। কিন্তু দুই দিন কেটে যাওয়ার পরও কোনও খোঁজ না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। অবশেষে বুধবার কাটোয়া থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার।
advertisement
নিখোঁজ দীপক দাসের ছেলে, পীযূষ দাস উদ্বিগ্ন কণ্ঠে বলেন, “আমরা খুব চিন্তায় আছি। কোনও ভাবেই যোগাযোগ করতে পারছি না। তাই থানার দ্বারস্থ হয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি বাবার সঙ্গে এবং বাকিদের সঙ্গে যোগাযোগ করতে পারব।” পরিবারগুলির দাবি, অবিলম্বে রাজ্য প্রশাসন ও হিমাচল প্রদেশ পুলিশ উদ্যোগ নিয়ে তাঁদের সন্ধান করুক। তবে যত দিন যাচ্ছে, উৎকণ্ঠা ততই বাড়ছে কাটোয়ার এই তিন পরিবারের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 27, 2025 9:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: হিমাচল সফরে গিয়েছিলেন বাংলার তিন পর্যটক, হঠাৎ বন্ধ যোগাযোগ, কোথায় গেলেন বাসিন্দারা?











