Gold Price Hike: রকেটগতিতে বেড়েই চলেছে সোনার দাম, আজ ১ গ্রামের দাম কত হল

Last Updated:
Gold Price Hike: অভূতপূর্ব গতিতে বাড়ছে সোনার দাম। আজ ১ গ্রাম সোনার নতুন দর কত হয়েছে এবং এর পিছনে কী কারণ রয়েছে, জেনে নিন এক নজরে।
1/7
মকর সংক্রান্তিতে বড় খবর ৷ বর্তমান সময়ে আবার সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অর্থনীতি-ভিত্তিক অনিশ্চয়তা, ডলারের অস্থিরতা এবং বিনিয়োগকারীদের “সেফ-হ্যাভেন” (Gold) ক্রয় চাহিদা বৃদ্ধির কারণে সোনার দাম উর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে।
মকর সংক্রান্তিতে বড় খবর ৷ বর্তমান সময়ে আবার সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অর্থনীতি-ভিত্তিক অনিশ্চয়তা, ডলারের অস্থিরতা এবং বিনিয়োগকারীদের “সেফ-হ্যাভেন” (Gold) ক্রয় চাহিদা বৃদ্ধির কারণে সোনার দাম উর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে।
advertisement
2/7
দামের রকেটগতি: কেন বাড়ছে সোনার দাম ?সোনার দাম বাড়ার পিছনে মূল কারণগুলো হল-
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা: বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সোনা বিনিয়োগকারীদের কাছে নিরাপদ হিসেবে বিবেচিত হয় ৷
দামের রকেটগতি: কেন বাড়ছে সোনার দাম ?সোনার দাম বাড়ার পিছনে মূল কারণগুলো হল-আন্তর্জাতিক বাজারে অস্থিরতা: বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সোনা বিনিয়োগকারীদের কাছে নিরাপদ হিসেবে বিবেচিত হয় ৷
advertisement
3/7
ডলারের ওঠানামা: ডলারের দামের ওঠানামা সরাসরি সোনার আন্তর্জাতিক দরে প্রভাব ফেলে।বিনিয়োগ ও উৎসবের মরশুম: উৎসব (যেমন: বিয়ে, উৎসবকাজ) বা সোনাতে বিনিয়োগের চাহিদা বৃদ্ধির সময় দাম বাড়তে থাকে।
ডলারের ওঠানামা: ডলারের দামের ওঠানামা সরাসরি সোনার আন্তর্জাতিক দরে প্রভাব ফেলে।বিনিয়োগ ও উৎসবের মরশুম: উৎসব (যেমন: বিয়ে, উৎসবকাজ) বা সোনাতে বিনিয়োগের চাহিদা বৃদ্ধির সময় দাম বাড়তে থাকে।
advertisement
4/7
গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য পরামর্শসোনার দাম প্রতিদিন পরিবর্তন হয় -তাই স্থানীয় জুয়েলারি দোকান বা অনলাইনে লাইভ রেট চেক করে নিন।

ছোটসময়-সীমায় বিনিয়োগের চেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে লাভের সম্ভাবনা বেশি।

জুয়েলারি কিনলে ক্যারেট/ওজন, জ্যুয়েলারি চার্জ, GST ইত্যাদি সব খরচ মাথায় রাখুন।
গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য পরামর্শসোনার দাম প্রতিদিন পরিবর্তন হয় -তাই স্থানীয় জুয়েলারি দোকান বা অনলাইনে লাইভ রেট চেক করে নিন।ছোটসময়-সীমায় বিনিয়োগের চেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে লাভের সম্ভাবনা বেশি।জুয়েলারি কিনলে ক্যারেট/ওজন, জ্যুয়েলারি চার্জ, GST ইত্যাদি সব খরচ মাথায় রাখুন।
advertisement
5/7
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা? বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে সোনার দামে আরও ওঠানামা হতে পারে। তবে দীর্ঘমেয়াদে সোনা এখনও নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। তাই হঠাৎ দামে ভয় পেয়ে সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিকল্পিতভাবে ধাপে ধাপে বিনিয়োগ করাই ভাল।
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা? বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে সোনার দামে আরও ওঠানামা হতে পারে। তবে দীর্ঘমেয়াদে সোনা এখনও নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। তাই হঠাৎ দামে ভয় পেয়ে সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিকল্পিতভাবে ধাপে ধাপে বিনিয়োগ করাই ভাল।
advertisement
6/7
আজ সোনার দাম কত হল ? বুধবার ১৪ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৩৪৪০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১১০৩৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ২৭৯১৩৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আজ সোনার দাম কত হল ? বুধবার ১৪ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৩৪৪০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১১০৩৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ২৭৯১৩৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
7/7
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement