Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় এবার প্রযুক্তির বন্যা! আনা হয়েছে 'রিমোট অপারেটেড' দুর্দান্ত কাজের 'ভেহিকেল', জল মেপে নামানো হচ্ছে পূণ্যার্থীদের
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Gangasagar Mela 2026: সমুদ্রে জলের স্তর মাপতে গঙ্গাসাগরে এল 'রিমোট অপারেটেড ভেহিকেল'। এনডিআরএফ-এর হাত ধরে এই মেশিন এসেছে সাগরে। এতে বোঝা যাবে জলের স্তর কতটা বাড়ছে সেই অনুযায়ী স্নান করানো যাবে। সমুদ্রের গভীরতা মাপতে এই যন্ত্র কাজ করবে।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সমুদ্রে জলের স্তর মাপতে গঙ্গাসাগরে এল ‘রিমোট অপারেটেড ভেহিকেল’। এনডিআরএফ-এর হাত ধরে এই মেশিন এসেছে সাগরে। এতে বোঝা যাবে জলের স্তর কতটা বাড়ছে সেই অনুযায়ী স্নান করানো যাবে। সমুদ্রের গভীরতা মাপতে এই যন্ত্র কাজ করবে। অগভীর সমুদ্রে যদি কোনও দুর্ঘটনা ঘটে, সেখানে জলের গভীরতা কতটা আছে, তা আগে ওই যন্ত্রের মাধ্যমে মেপে নিয়ে উদ্ধারকাজ শুরু হবে।
তারের সাহায্যে যন্ত্রকে জলে নামিয়ে দেওয়া হয়। এই যন্ত্র ক’দিন আগেই কাকদ্বীপ লট এইটে মুড়িগঙ্গা নদীতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা। সেখানে একটি ভেসেল আটকে গিয়েছিল। তবে কোনও চর ছিল না। তারপর ওই যন্ত্র নামিয়ে গভীরতা মেপে নেওয়া হয়। এরপর ডুবুরি নামিয়ে দেখা হয় কী হয়েছে।
advertisement
advertisement
ঘটনার পর জানা যায়, মাছের জাল আটকে গিয়েছিল প্রপেলারে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জাল ছাড়িয়ে দেওয়া হয়। তারপর আবার চলতে শুরু করে ভেসেলটি। সাগর মেলা উপলক্ষ্যে বাড়তি ভিড় হতে পারে ধরে নিয়ে এবার দু’টি বিপর্যয় মোকাবিলা দলেক ৭০ জনকে রাখা হয়েছে। অন্যান্যবার থাকে একটি। এছাড়াও ১৮ জন মহিলা আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। আগে ১০ জনকে রাখা হত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন এই যন্ত্র দিয়ে জলের স্তর মেপে পূণ্যার্থীদের নামানো হবে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদম নেই। এবছর শুরু থেকেই গঙ্গাসাগর মেলাকে প্রযুক্তিনির্ভর করতে চাইছে প্রশাসন। সেই পদক্ষেপে নতুন মাত্রা পেল এই ডিভাইস।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 14, 2026 1:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় এবার প্রযুক্তির বন্যা! আনা হয়েছে 'রিমোট অপারেটেড' দুর্দান্ত কাজের 'ভেহিকেল', জল মেপে নামানো হচ্ছে পূণ্যার্থীদের











