প্রেমের দিনে নিভেছিল দীপ, পুলওয়ামার ১ বছর পেরিয়ে প্রস্তর মূর্তিতে ফের জ্বলে উঠলেন সুদীপ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সুদীপ বিশ্বাসের একটি পূর্ণাঙ্গ ও দু'টি আবক্ষ মূর্তি তৈরি করেছেন ঘূর্নির শিল্পী সুদীপ্ত পাল।
#নদিয়া: নদিয়ার জওয়ান সুদীপ বিশ্বাসের বাড়িতে সেদিন দীপ নিভেছিল। এক বছর পার। হাজারো প্রতিশ্রুতির কোনওটাই পূরণ হয়নি। চোখের জল শুকিয়েছে। সুদীপের পরিবারের বুকে ক্ষত আর যন্ত্রণা।
২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি। পুলওয়ামায় CRPF-এর বাসে জঙ্গিদের হামলা। নিহত নদিয়ার তেহট্টের বাসিন্দা সুদীপ বিশ্বাস। হাঁসপুকুরিয়ার বাড়িতে পৌঁছয় CRPF জওয়ানের কফিনবন্দি দেহ। ঘটনার এক বছর পার। ছেলের স্মৃতিতে মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
সুদীপ বিশ্বাসের একটি পূর্ণাঙ্গ ও দু'টি আবক্ষ মূর্তি তৈরি করেছেন ঘূর্নির শিল্পী সুদীপ্ত পাল। তেহট্টে সুদীপ বিশ্বাসের বাড়ির সামনে ও আশপাশের এলাকায় মূর্তি বসেছে। দেশের নিরাপত্তায় ছেলের মৃত্যু। গর্বিত তেহট্ট।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2020 9:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমের দিনে নিভেছিল দীপ, পুলওয়ামার ১ বছর পেরিয়ে প্রস্তর মূর্তিতে ফের জ্বলে উঠলেন সুদীপ