Lottery Ticket Win : ছট পুজোয় খুলে গেল ভাগ্যের তালা! ৯০ টাকায় জীবন বদলে গেল, কোনওরকমে চলা রাজমিস্ত্রীর সংসারে আজ কোটি টাকা

Last Updated:

Lottery Ticket- ছট পুজোর দিনেই লক্ষ্মীলাভ পরিবারের সদস্য সন্তোষ চৌহানের। ৯০ টাকার টিকিট কেটে কোটিপতি হলেন গঙ্গারামপুরের রাজমিস্ত্রি সন্তোষ চৌহান। খুশির খবরে পুজোর আনন্দ কয়েকগুণ বেড়ে যায় চৌহান পরিবারে।

লটারি জিতে কোটিপতি 
লটারি জিতে কোটিপতি 
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : কথাতেই আছে ‘সবুরে মেওয়া ফলে’! সেই কথাই যেন সত্যিই হল। ছট মাইয়ার আশীর্বাদে রাতারাতি ভাগ্য বদল হওয়ায় এমনটাই বলছিলেন গঙ্গারামপুরের চৌহান পরিবারের সদস্যরা। পুজোর দিনেই লক্ষ্মীলাভ পরিবারের সদস্য সন্তোষ চৌহানের।
৯০ টাকার টিকিট কেটে কোটিপতি হলেন সন্তোষ। খবর আসতেই পুজোর আনন্দ কয়েকগুণ বেড়ে যায় চৌহান পরিবারে।
পরিবার সূত্রে খবর, সন্তোষ চৌহান রাজমিস্ত্রীর কাজ করেন৷ বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। উপার্জন বলতে একমাত্র তিনি। স্বল্প আয়ে কোনওমতে সংসার চলে।
advertisement
এই অভাবের সংসারে সচ্ছলতার মুখ দেখতে মাঝেমধ্যে টিকিট কাটতেন তিনি। এদিন বাড়িতে পুজোর তোড়জোড় চলছিল। পুজোর শুভদিনে ভাগ্যপরীক্ষার জন্যে স্থানীয় লটারি বিক্রেতা নয়ন ঘোষের কাছ থেকে একটি ৯০ টাকা দিয়ে টিকিট কাটেন। আর তাতেই ভাগ্যবদল! এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছেন সন্তোষ চৌহান। এই খবর ছড়িয়ে পড়তেই সন্তোষের বাড়িতে গ্রামের বাসিন্দাদের ভিড়। ছুটে আসেন আত্মীয়-স্বজনরাও।
advertisement
এই বিষয়ে সন্তোষ চৌহান জানান, “আমরা প্রতিবার ছট পুজো করি। তাই এই দিনে ভাগ্য পরীক্ষা করতে ৯০ টাকার টিকিট কেটেছিলাম৷ সেই টিকিটেই প্রথম পুরস্কার ১ কোটি টাকা পেলাম। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। অভাবের সংসারে এবার স্বচ্ছলতা বাড়বে বলেই মনে করছেন তিনি।”
আরও পড়ুন- দীর্ঘ প্রতীক্ষার অবসান! ৯ বছর পর নবরূপে খুলছে রক্তকরবী, উদ্বোধনের তারিখ জানুন
টাকা কীভাবে খরচ করবেন জানতে চাইলে সন্তোষ বাবু বলেন, এই টাকায় ছেলের ভবিষ্যতের জন্য একটি বাড়ি করতে চান তিনি। পাশাপাশি তাদের ভবিষ্যৎ, পড়াশুনা এবং বিয়ে-শাদী সহ নিজস্ব একটি ব্যবসা করার ইচ্ছে রয়েছে তাঁর। কোটি টাকা পেলেও রাজমিস্ত্রীর কাজ করে যাবেন তিনি। কারণ এটাই তাঁর রুজি রোজগারের অন্যতম কাজ ছিল। তাই সেই কাজকে ভুলতে চান না। অন্যদিকে, গঙ্গারামপুর থানার তরফে জানানো হয়েছে, তাদের কাছে এলে নিরাপত্তার বিষয়টি তাঁরা যথাযথভাবে দেখবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery Ticket Win : ছট পুজোয় খুলে গেল ভাগ্যের তালা! ৯০ টাকায় জীবন বদলে গেল, কোনওরকমে চলা রাজমিস্ত্রীর সংসারে আজ কোটি টাকা
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement