Durga Puja 2024: হারিয়ে যেতে বসা বিভিন্ন জিনিস দিয়ে সেজে উঠেছে মণ্ডপ! পরিবেশবান্ধব প্যান্ডেলে সাবেকি প্রতিমা

Last Updated:

হারিয়ে যেতে বসা বিভিন্ন জিনিসপত্র দিয়ে সেজে উঠেছে এই মণ্ডপ। রয়েছে দেবী মহামায়ার সাবেকি প্রতিমা।

+
আমরা

আমরা ক'জন ক্লাবের প্রতিমা।

বুদবুদ, পশ্চিম বর্ধমান: শুধু বিগ বাজেটের পুজোগুলি নয়। এখন শহরের গণ্ডি ছাড়িয়ে মফস্বল এলাকার পুজোগুলিও থিমের লড়াইয়ে মেতে উঠেছে। থিমের মধ্যে থাকছে নানা রকম সামাজিক বার্তা। প্রায় ৫ দশকের বেশি সময় ধরে দুর্গাপুজোর আয়োজন করছে বুদবুদের আমরা ক’জন স্পোর্টিং ক্লাব। এ বছর তাদের থিম মা (দেবী) আমাদের মাটির মানুষ।
মূলত পোড়ামাটির বিভিন্ন জিনিসপত্র, অর্থাৎ মাটির হাড়ি, পুজোর জন্য ব্যবহৃত মাটির তৈরি ঘোড়া, হাতি, মাটির প্রদীপ ইত্যাদি ব্যবহার করা হয়েছে মন্ডপসজ্জার কাজে। পাশাপাশি লন্ঠন, প্রদীপ, হ্যারিকেনের মডেল ব্যবহার করা হয়েছে মন্ডপের আলোকসজ্জার জন্য। মূলত হারিয়ে যেতে বসা বিভিন্ন জিনিসপত্র দিয়ে সেজে উঠেছে এই মন্ডপটি। মন্ডপে রয়েছে দেবী মহামায়ার সাবেকি প্রতিমা।
advertisement
আরও পড়ুন- সবুজ এই শাক ‘পাওয়ার হাউজ’! খেলেই কমে মানসিক চাপ, হৃদরোগ, সুগার নেমে যাবে নিমেষে!
পূজো উদ্যোক্তারা বলছেন, এই মণ্ডপ যেমন সামাজিক বার্তা তুলে ধরছে, তেমনভাবেই পরিবেশ রক্ষার বার্তাও দিচ্ছে। হারিয়ে যেতে বসা বিভিন্ন জিনিস রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সেই বার্তা রয়েছে মন্ডপের মধ্যে। এই মন্ডপের মধ্যে দিয়ে মাটির তৈরি জিনিসপত্রের শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা তুলে ধরা হয়েছে। আবার একই মন্ডপে মন্ডপে রয়েছে পরিবেশ রক্ষার বার্তা।
advertisement
advertisement
আরও পড়ুন- মেডিক্যাল কলেজগুলিতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে? জুনিয়র ডাক্তারদের রিপোর্ট দিল রাজ্য সরকার
আবহাওয়ার পূর্বাভাসে বেশিরভাগ পুজো উদ্যোক্তারা চিন্তায় ছিলেন। তবে উৎসব প্রিয় বাঙালি বৃষ্টিকে থোড়াই কেয়ার করে পুজোর আনন্দে মেতে উঠেছেন। জেলার প্রতিটি প্রান্ত উৎসব মুখর। ছোট বড় বিভিন্ন মন্ডপে দর্শনার্থীদের ভিড়। ভিড় অঞ্জলি দেওয়ার জন্য। তার মধ্যেই থিমের লড়াইয়ে বড় পুজো গুলির সঙ্গে টক্কর নিতে প্রস্তুতি নিয়েছে জেলার প্রান্তিক এলাকার পুজোগুলিও।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: হারিয়ে যেতে বসা বিভিন্ন জিনিস দিয়ে সেজে উঠেছে মণ্ডপ! পরিবেশবান্ধব প্যান্ডেলে সাবেকি প্রতিমা
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement