ছোট থেকেই এই শখ, অঙ্ক ছেড়ে মূর্তি বানাতেই এখন ব্যস্ত নদিয়ার এই শিল্পী
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
পড়াশুনা করতে করতে ছোট মূর্তি কিংবা অন্য কিছু করার শখ থেকেই সেই নেশা এবং নেশাই পেশা হিসাবে গ্রহণ করেছে দিগনগরের অনিরুদ্ধ
মৈনাক দেবনাথ, দিগনগর: ম্যাথমেটিক্স এর ছাত্র হয়ে উঠলেন শিল্পী। প্রতিভা আর পেশা একত্রিত হয়ে কাজের সুন্দরতা বৃদ্ধি পায়। আর পাশাপাশি ছোট থেকে মাটির প্রতি দুর্বলতা রয়েছে তার। এরপর পড়াশুনা করতে করতে ছোট মূর্তি কিংবা অন্য কিছু করার শখ থেকেই সেই নেশা এবং নেশাই পেশা হিসাবে গ্রহণ করেছে শান্তিপুরের অনিরুদ্ধ। সবে দু\’বছর হয়েছে এই পেশায় নিযুক্ত তিনি।
নদিয়ার দিগনগরের বাসিন্দা অনুরুদ্ধ সরকার ইতিমধ্যে ম্যাথামেটিক্স এ অনার্স পেয়ে পাস করেও তিনি ছোট বেলার নেশাকে পেশা হিসাবে নিয়ে নিয়েছে। ছোট ছোট মাটির মূর্তি করাতেই মনোনিবেশ তার। তাই সামনেই গনেশ চতুর্থী উপলক্ষে ছোট গনেশ তৈরি করছেন যা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর রীতিমতো ভাইরাল এখন।
advertisement
advertisement
অনিরুদ্ধর কাজ থেমে থাকেনি, এরপর আরও ছোট ছোট মূর্তির কাজ করছে। তবে তার কাজের একটা বৈশিষ্ট রয়েছে। ছোট মূর্তি গুলি সবই আলাদা আলাদা ভাবে করেন তিনি, একটা মূর্তি তৈরি করে সেটার অনুকরণ করে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ছাঁচে ফেলে একাধিক মূর্তি গড়েন না। ইতমধ্যে দেশের বিভিন্ন জায়গায় তার কাজের প্রশংসা পেয়েছেন। বিদেশেও তার কাজ দেখে তাকে অর্ডার দিতে শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর আর বাকি মাত্র…তমলুকের মাঝেই মাথা উঁচিয়ে মিশরের পিরামিড, নীল নদ! বড় চমক দিচ
তবে তার রয়েছে গণেশের প্রতি দুর্বলতা, তাই নানা ধরণের গনেশ তৈরি করে প্রচারে যেমন আসছেন, তেমনই মুম্বাইতে তার এই গনেশ মূর্তি কাজ যদি প্রশংসা পায় এখন সেটাই লক্ষ্য তার। ছোট মূর্তির পাশাপাশি এই বছর প্রথম বড় দুর্গা প্রতিমা তৈরি করতে চলেছেন তিনি, যা কিছুটা নতুনত্ব এবং একটু অন্যধরণের কাজ করার সুযোগ পাবে বলে মনে করছেন এই নবাগত শিল্পী অনিরুদ্ধ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 26, 2025 7:52 PM IST