'পাহাড়ি দৈত্য' দেখা দিল সুন্দরবনে! ভয়ে কাঁপছে লোকজন, আতঙ্ক এলাকায়
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
Python: ১৩ ফিট লম্বা পাহাড়ি দৈত্য এবার সুন্দরবনে। বাদাবনে এ জিনিস কেউ আগে দেখেনি।
সুন্দরবন : দক্ষিণ ২৪ পরগনার মধ্যে থাকা ম্যানগ্রোভ ও প্রচুর নদী-খাঁড়ির সমন্বয়ে নদীমাতৃক সুন্দরবনে মূলত বাঘ , কুমিরের সাথেই একপ্রকার বাস করেন মানুষজন।
পাশাপাশি বিষধর কেউটে, কালাচ তো রয়েছেই। এই চিরাচরিত ভয়ানক প্রাণী ছাড়া এতদিন নোনা জল ও সোঁদা মাটির বাদাবনের মানুষ অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না।
হঠাৎ করে সেই সুন্দরবনেই দেখা মিলল পাহাড়ি এলাকার একটি ১৩ ফিটের বেশি লম্বা পাইথন বা ময়াল সাপের। আর তাতেই একদিকে যেমন এলাকার মানুষজনের মধ্যে কৌতুহল ছড়িয়ে পড়েছে , তেমনি তীব্র আতঙ্ক গ্রাস করেছে তাঁদের।
advertisement
advertisement
আরও পড়ুন- চল্লিশে চালশে! চোখ ভাল রাখতে, দৃষ্টিশক্তি বাড়াতে রোজ খাদ্যতালিকায় রাখুন এগুলি
কীভাবে কোথা থেকে এই নদী ঘেরা প্রত্যন্ত দ্বীপ এলাকায় এই পাহাড়ি সাপ এল! তা নিয়ে রীতিমতো উদ্বেগ দেখা দিয়েছে সুন্দরবনের পাথরপ্রতিমার মানুষজনের মধ্যে।
সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ পাথরপ্রতিমার উপেন্দ্র নগরের বাসিন্দা শঙ্কর সামন্ত তাঁর ফিসারিতে জাল পেতেছিলেন মঙ্গলবার বিকালে। সন্ধ্যার পর জাল তুলতে গিয়ে হঠাৎ দেখেন একটি বিরাট লম্বা সাপ জালে জড়িয়ে আছে ।
advertisement
রীতিমতো ভয় পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। সেই আওয়াজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সাপটিকে দেখে তাজ্জব বনে যান। ওই এলাকায় পাইথনের দেখা মেলায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
এই খবর ছড়িয়ে পড়ায় রাতে প্রচুর মানুষ জড়ো হন সাপটিকে দেখার জন্য। কৌতূহলের পাশাপাশি তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাহাড়ি এলাকার এত বড় সাপ এই বাদাবনে কোথা থেকে এল তা নিয়ে বিস্ময় দেখা দেয় সবার মনে।
advertisement
আরও পড়ুন- আর পুরী কেন, দিঘাতেই খুলে যাচ্ছে জগন্নাথ মন্দির! কবে থেকে? তুমুল চমক অপেক্ষায়
রাতেই খবর দেওয়া হয় স্থানীয় বনবিভাগের অফিসে। খবর পেয়ে তড়িঘড়ি ওই গ্রামে ছুটে আসেন বনকর্মী ও বনআধিকারিকরা। এর পর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 10:22 PM IST