Digha Jagannath Temple: আর পুরী কেন, দিঘাতেই খুলে যাচ্ছে জগন্নাথ মন্দির! কবে থেকে? তুমুল চমক অপেক্ষায়
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha Jagannath Temple: পর্যটকরা এখানে দিঘা ছাড়াও ঘুরে দেখার সুযোগ পান মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের মতো সমুদ্র সৈকত এলাকা।
দিঘা: দ্রুত গতিতে চলছে দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ। প্রশাসন সূত্রে খবর প্রায় ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। সমুদ্র সৈকত এলাকা দিঘা এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে বছরের অধিকাংশ সময় পর্যটকদের ভিড় দেখা যায়। রাজ্য, দেশ এমনকি বিদেশ থেকেও এই পর্যটন কেন্দ্রে আগমন ঘটে পর্যটকদের। পর্যটকরা এখানে দিঘা ছাড়াও ঘুরে দেখার সুযোগ পান মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের মতো সমুদ্র সৈকত এলাকা।
এবার এই দিঘা পর্যটন মানচিত্রে আলাদা নজর কাড়তে চলেছে জগন্নাথ দেব মন্দিরের কারণে। কারণ এই দিঘাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পুরীর আদলে জগন্নাথ দেব মন্দির খুব তাড়াতাড়ি খুলে যাবে।
advertisement
দিঘার মান, সৌন্দর্য্য এবং ভ্রমণ পিপাসুদের আকর্ষণ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়িত করতে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। আগামী দিনে দর্শনীয় স্থানের পাশাপাশি এবার দিঘা পুরীর আদলে জগন্নাথ দেব মন্দিরের কারণে ধর্মীয় স্থান হয়ে উঠবে। তবে দিঘা পুরীর মত সমুদ্র পর্যটন কেন্দ্রের পাশাপাশি ধর্মীয় স্থান খুব তাড়াতাড়ি হয়ে উঠবে এমনই আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা থেকে প্রশাসন।
advertisement
কারণ দিঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজ চলছে দ্রুতগতিতে। সেই কাজের গতি দেখে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এই মন্দির পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রশাসন সূত্রে জানা যায় দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির এর কাজ প্রায় ষাট শতাংশ শেষ হয়েছে।
advertisement
পুরীর আদলে দিঘাতে যে জগন্নাথ দেব মন্দির তৈরি করা হচ্ছে সেটি তৈরি হচ্ছে নিউ দিঘা রেলওয়ে স্টেশনের পাশে কাছে ভগীব্রহ্মপুর মৌজায়। এই মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি হওয়ার পাশাপাশি হচ্ছে ৬৫ মিটার উচ্চ অর্থাৎ পুরীর মন্দিরের সমান।
advertisement
হিডকোর তত্ত্বাবধানে চলছে কাজ। ২০ একর জমির উপর তৈরি করা হচ্ছে এই মন্দির এবং মন্দির তৈরি করার ক্ষেত্রে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর ব্যবহার করা হচ্ছে। পর্যটকদের জন্য মন্দির খুলে দেওয়া সম্পর্কে যা প্রশাসন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তাতে লোকসভা ভোটের আগেই দিঘার এই জগন্নাথ মন্দিরের দারোদঘাটন হবে।
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 8:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: আর পুরী কেন, দিঘাতেই খুলে যাচ্ছে জগন্নাথ মন্দির! কবে থেকে? তুমুল চমক অপেক্ষায়