Bangla Video: শহরকে জঞ্জাল মুক্ত করতে এবার অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি, দেখুন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Bangla Video: শহর জঞ্জালমুক্ত করতে এবার অভিনব ভাবনা হাওড়া পৌরসভার, উন্নত প্রযুক্তির গাড়ির মাধ্যমে জঞ্জাল মুক্ত হবে, অল্প সময়ে খুব সহজে শহরের রাস্তাঘাট থাকবে পরিষ্কার
হাওড়া: আবর্জনামুক্ত শহর গড়ার পরিকল্পনা নিয়েছে হাওড়া পুরসভা। তার লক্ষ্যেই জঞ্জাল অপসারণে সুষ্ঠু ব্যবস্থার জন্য অত্যাধুনিক ১০ টি গাড়ি কেনা হয়েছে। এর আসল উদ্দেশ্য হল হাওড়াকে জঞ্জালমুক্ত করা। এই গাড়িগুলো হাওড়ার ৪ টি বিধানসভায় ঘুরে ঘুরে কাজ করবে। এর ফলে হাওড়া শহরাঞ্চল আরও পরিষ্কার পরিচ্ছন্ন হবে।
জঞ্জাল মুক্ত করতে এই এতগুলো অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি এই প্রথম হাওড়া শহরাঞ্চলে কাজ করবে। এইগুলো কিনতে খরচ পড়েছে আনুমানিক প্রায় ৮৫ লক্ষ টাকা। এই গাড়িগুলোর বৈশিষ্ট্য হল ভ্যাট এই গাড়িতেই জমা হবে, সেখান থেকে জঞ্জাল নিয়ে ডাম্পিং স্টেশন বা ভাগাড়ে ময়লা পৌঁছে যাব। এর ফলে মাটিতে ময়লা পড়বে না। শহরের প্রধান রাস্তার ধারে ভ্যাটের আবর্জনার সঙ্গে রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনাও তুলে নেওয়া হবে। অগোছালো শহরকে সাজাতে উদ্যোগী হয়েছেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।
advertisement
advertisement
হাওড়া পুরসভা এলাকায় জনসংখ্যা খুব বেশি। ফলে এই শহরে আবর্জনা জমার পরিমাণ অনেক বেশি। অনেক সময় দেখা যায় নজরদারির অভাবে রাস্তায় পড়ে আছে জঞ্জাল। পরিচ্ছন্নতার লক্ষ্যে এবার হাওড়া পুরসভা বেশ কিছু পদক্ষেপ করল। এতদিন পুরসভা এলাকায় ময়লা জমা হয় যেখানে, সেই বেলগাছিয়া ভাগাড়ে সন্ধ্যার পর অন্ধকার থাকার জন্য আবর্জনা বহন গাড়ি যায় না। সেখানে আলোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি সন্ধ্যার পরেও গাড়িগুলি ঘুরে ঘুরে ময়লা তুলবে সেই গাড়িগুলি রাতেও ভাগাড়ে গিয়ে ময়লা ফেলে আসতে পারবে। ফলে সহজেই কম সময়ের মধ্যে আবর্জনা সরিয়ে ফেলা যাবে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2024 10:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: শহরকে জঞ্জাল মুক্ত করতে এবার অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি, দেখুন









