Puppetry in Bengal: প্যারিস-দিল্লিতে গিয়েও মিলছে না অর্থ, বাংলার পুতুল নাচ 'মৃতপ্রায়'
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার আনন্দের প্রাচীন ঐতিহ্য পুতুল নাচ। এক সময় বাংলা সংস্কৃতির এই ঐতিহ্য সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। এখন সেই ঐতিহ্য বিলীন হতে বসেছে প্রায়।
বাঁকুড়া: বাংলার পুতুল নাচ প্যারিসে গিয়ে কিংবা দিল্লিতে গিয়েও পাওনা অর্থ পাচ্ছে না এমনই আক্ষেপের সুর শোনা গেল অভিজ্ঞ পুতুল নাচ শিল্পীর মুখে। আর এর ফলে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার আনন্দের প্রাচীন ঐতিহ্য পুতুল নাচ। এক সময় বাংলা সংস্কৃতির এই ঐতিহ্য সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। এখন সেই ঐতিহ্য বিলীন হতে বসেছে প্রায়। প্রতিটি বিলীন হয়ে যাওয়া লোকসংস্কৃতি এবং ঐতিহ্যপূর্ণ শিল্পচর্চা গুলির বেশিরভাগই এখনও জীবিত রয়েছে বাঁকুড়া জেলায়। পুতুল নাচ তার অন্যতম। তবে এর মধ্যেই ছাতনার এনারী এলাকায় স্থানীয় জগৎবন্ধু ক্লাবের পরিচালনায় নদীয়ার বগুলার বিখ্যাত পুতুল নাচের আসর অনুষ্ঠিত হল।
অন্য জেলার পরিপ্রেক্ষিতে ফুটে উঠল বাঁকুড়া জেলার চিত্র। তবে সবচেয়ে অবাক লাগল দেখে যে, পুতুল নাচ নিয়ে এখনও যথেষ্ট উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে।এক সময় বাংলা গ্রামে গ্রামে চলা পুতুল নাচ বর্তমানে নেই তেমন কোনও রোজগার, এমনই মত পুতুলনাচ শিল্পী অমূল্য রায়ের। পাশাপাশি তার কথায় আগামী প্রজন্ম আসতে চাইছে না এই পেশায়। এর আগে ৫০ থেকে ৬০ টি পুতুল নাচের দল ছিল এখন হাতেগোনা ৩ থেকে ৪ টিও নেই।
advertisement
advertisement
মূলত অর্থের দিক থেকে পিছিয়ে যাচ্ছেন বলে জানাচ্ছেন শিল্পীরা। বলছেন, “আমাদের পর হয়ত বিলুপ্ত হয়ে যাবে এই পুতুল নাচ। ১২ বছর বয়স থেকে এই পুতুল নাচের সাথে যুক্ত এখন এই ঐতিহ্য শেষের মুখে।” অন্যদিকে স্থানীয় আয়োজকদের মতে তাঁরা ছোটবেলায় দেখতেন গ্রামে গঞ্জের পুতুল নাচ, এখন নতুন প্রজন্মের কাছে এই পুতুল নাচ তুলে ধরতে তারাও বুঝতে পারছে পুতুল নাচের মজা।
advertisement
গ্রামেগঞ্জে, অভিনয়ের জন্য লোক পাওয়া একটি সমস্যা হয়ে যায়। আবার একটু সম্পূর্ণ দলকে রিহার্সাল করিয়ে কোনও নাটক কিংবা যাত্রা উপস্থাপনা করা যথেষ্ট সময় সাপেক্ষ। সেই কারণে গ্রামে গঞ্জে পুতুল তৈরি করে হাতের সঙ্গে সুতো দিয়ে বেঁধে, পুতুল গুলিকে বিভিন্ন চরিত্রের ভূমিকায় দেখা যেত, এটাকেই বলে পুতুল নাচ।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 11:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Puppetry in Bengal: প্যারিস-দিল্লিতে গিয়েও মিলছে না অর্থ, বাংলার পুতুল নাচ 'মৃতপ্রায়'