Indian Railway: রেলের রিল ও ভিডিও বানিয়ে ১.৫ লক্ষ টাকা জেতার সুযোগ, কীভাবে? পড়ুন

Last Updated:

এবার রেলের জন্য রিল বানালেই দেড় লক্ষ টাকার পুরস্কার। এই উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট ( NCRTC)

রিল ও ভিডিও বানিয়ে ১.৫ লক্ষ টাকা জেতার সুযোগ দিচ্ছে NCRTC
রিল ও ভিডিও বানিয়ে ১.৫ লক্ষ টাকা জেতার সুযোগ দিচ্ছে NCRTC
হাওড়া: রেলের কন্টেন্ট বানিয়ে লক্ষাধিক টাকার পুরস্কার জেতার সুযোগ কন্টেন্ট ক্রিয়েটরদের। এবার রেলের জন্য রিল বানালেই দেড় লক্ষ টাকার পুরস্কার। এই উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট ( NCRTC)। নবরূপে ট্রেন ও স্টেশনকে আরও বেশি মানুষের কাছে তুলে ধরা এবং  নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতাকে উৎসাহ দিতেই এই উদ্যোগ। প্রতিযোগিতার বিষয়বস্তু ‘ নমো ভারত ট্রেন এবং RRTS স্টেশন। আধুনিক সাজে সজ্জিত স্টেশন ও গতিময় ট্রেন প্রচারের লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার।
১- ৩ মিনিটের ভিডিও কন্টেন্ট তৈরির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। ঘোষিত পুরস্কারের পাশাপাশি সনদপত্র দেওয়া হবে বলে জানিয়েছে NCRTC । সৃজনশীলতা, ভিডিওর মান এবং বার্তা তুলে ধরার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে।
এই প্রতিযোগিতার ভিডিওতে নমো ভারত ট্রেন, RRTS স্টেশন, যেকোনও একটি দিকে তুলে ধরতে হবে। বিষয়ের উপর একটি রিল অথবা ১-৩ মিনিটের ভিডিও পাঠাতে হবে NCRTC-র নির্ধারিত প্ল্যাটফর্মে। বিস্তারিত জানতে দেখে নিন NCRTC-র অফিসিয়াল ওয়েবসাইট।
advertisement
advertisement
রেলের পরিষেবা এবং উন্নত পরিকাঠামো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নতুন প্রজন্মের সৃজনশীল কনটেন্ট ক্রিয়েটরদের অর্থোপার্জনে উৎসাহিত করবে, মুঠোফোনের যুগে সহজ- সরল ভাবে মানুষের কাছে পৌঁছবে বার্তা।
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: রেলের রিল ও ভিডিও বানিয়ে ১.৫ লক্ষ টাকা জেতার সুযোগ, কীভাবে? পড়ুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement