Weather Forecast: নতুন করে ফের বদলাচ্ছে আবহাওয়া, উধাও হবে শীতের আমেজ...! এক নজরে লেটেস্ট আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Weather Forecast: তীব্র শীতের দাপট রয়েছে বঙ্গজুড়ে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তবে বেলা বাড়তেই কুয়াশা সরিয়ে মিলছে রোদের দেখা। সন্ধ্যা নামতেই কনকনে ঠান্ডায় কাঁপছে জেলা পুরুলিয়া।
পুরুলিয়া: তীব্র শীতের দাপট রয়েছে বঙ্গজুড়ে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তবে বেলা বাড়তেই কুয়াশা সরিয়ে মিলছে রোদের দেখা। সন্ধ্যা নামতেই কনকনে ঠান্ডায় কাঁপছে জেলা পুরুলিয়া। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে আবহাওয়া। নভেম্বরের মাঝামাঝি সময়তেই শীতে কাঁপছে পুরুলিয়া। এ বছর জাঁকিয়ে শীত পড়বে এই জেলায় তা বোঝাই যাচ্ছে।
আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল দক্ষিণবঙ্গ। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা একইরকম থাকলেও ফের বাড়বে তাপমাত্রার পারদ। ফলে কমবে শীতের আমেজ। তবে ঘন কুয়াশায় ঢাকবে দক্ষিণের জেলাগুলি। মূলত উপকূল সংলগ্ন এলাকা গুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু তাপমাত্রার পারদ ওঠা-নামা করবে সব জায়গাতেই। খুব শীঘ্রই শীতে কাবু হবে গোটা দক্ষিণবঙ্গ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৫ দিনেই বাগানে, ছাদে ফলবে কেজি কেজি সুগন্ধি ধনেপাতা! ‘ম্যাজিক’ ট্রিক মেনে বাড়ির টবেই চাষ, বাজার থেকে ১ আঁটিও কিনতে হবে না
পাশাপাশি উত্তরের তাপমাত্রা ২-১ ডিগ্রি বাড়তে পারে। তবে পার্বত্য অঞ্চল ঢাকা থাকবে ঘন কুয়াশায়। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে থাকবে হালকা কুয়াশা। শীতের ভরপুর আমেজ উপভোগ করছে উত্তরবঙ্গবাসী। আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরের জেলাগুলিতে। পশ্চিমী হওয়ার দাপটে হালকা শীত থাকলেও পাকাপাকি ভাবে শীত পড়তে এখনও অপেক্ষায় থাকতে হবে। চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকলেও জেলা পুরুলিয়া কাঁপছে কনকনে ঠান্ডায়। তবে এর মধ্যেও জারি রয়েছে আবহাওয়ার খামখেয়ালী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya,West Bengal
First Published :
November 17, 2025 8:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Forecast: নতুন করে ফের বদলাচ্ছে আবহাওয়া, উধাও হবে শীতের আমেজ...! এক নজরে লেটেস্ট আপডেট

