Weather Forecast: নতুন করে ফের বদলাচ্ছে আবহাওয়া, উধাও হবে শীতের আমেজ...! এক নজরে লেটেস্ট আপডেট

Last Updated:

Weather Forecast: তীব্র শীতের দাপট রয়েছে বঙ্গজুড়ে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তবে বেলা বাড়তেই কুয়াশা সরিয়ে মিলছে রোদের দেখা। সন্ধ্যা নামতেই কনকনে ঠান্ডায় কাঁপছে জেলা পুরুলিয়া।

পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া: তীব্র শীতের দাপট রয়েছে বঙ্গজুড়ে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তবে বেলা বাড়তেই কুয়াশা সরিয়ে মিলছে রোদের দেখা। সন্ধ্যা নামতেই কনকনে ঠান্ডায় কাঁপছে জেলা পুরুলিয়া। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে আবহাওয়া। নভেম্বরের মাঝামাঝি সময়তেই শীতে কাঁপছে পুরুলিয়া। ‌এ বছর জাঁকিয়ে শীত পড়বে এই জেলায় তা বোঝাই যাচ্ছে।
আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল দক্ষিণবঙ্গ। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা একইরকম থাকলেও ফের বাড়বে তাপমাত্রার পারদ। ফলে কমবে শীতের আমেজ। তবে ঘন কুয়াশায় ঢাকবে দক্ষিণের জেলাগুলি। মূলত উপকূল সংলগ্ন এলাকা গুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু তাপমাত্রার পারদ ওঠা-নামা করবে সব জায়গাতেই। খুব শীঘ্রই শীতে কাবু হবে গোটা দক্ষিণবঙ্গ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৫ দিনেই বাগানে, ছাদে ফলবে কেজি কেজি সুগন্ধি ধনেপাতা! ‘ম্যাজিক’ ট্রিক মেনে বাড়ির টবেই চাষ, বাজার থেকে ১ আঁটিও কিনতে হবে না
পাশাপাশি উত্তরের তাপমাত্রা ২-১ ডিগ্রি বাড়তে পারে। তবে পার্বত্য অঞ্চল ঢাকা থাকবে ঘন কুয়াশায়। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে থাকবে হালকা কুয়াশা। শীতের ভরপুর আমেজ উপভোগ করছে উত্তরবঙ্গবাসী। আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরের জেলাগুলিতে। ‌পশ্চিমী হওয়ার দাপটে হালকা শীত থাকলেও পাকাপাকি ভাবে শীত পড়তে এখনও অপেক্ষায় থাকতে হবে। চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকলেও জেলা পুরুলিয়া কাঁপছে কনকনে ঠান্ডায়। তবে এর মধ্যেও জারি রয়েছে আবহাওয়ার খামখেয়ালী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Forecast: নতুন করে ফের বদলাচ্ছে আবহাওয়া, উধাও হবে শীতের আমেজ...! এক নজরে লেটেস্ট আপডেট
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement