জয়নগর থেকে রায়দিঘিতে সরাসরি যাবে ট্রেন! আশায় বুক বাঁধছেন স্থানীয়রা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Indian Railways- এবার শুরু হবে জয়নগর থেকে রায়দিঘি রেল প্রকল্প, সেই আশাতেই বুক বাঁধছে স্থানীয়রা। মথুরাপুরের সাংসদ বাপি হালদার সম্প্রতি সংসদে এ নিয়ে জোরালো দাবি তুলেছেন।
দক্ষিণ ২৪ পরগনা: এবার শুরু হবে জয়নগর থেকে রায়দিঘি রেল প্রকল্প, সেই আশাতেই বুক বাঁধছে স্থানীয়রা। মথুরাপুরের সাংসদ বাপি হালদার সম্প্রতি সংসদে এ নিয়ে জোরালো দাবি তুলেছেন। এমনকী তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখাও করেছেন।
শুধুমাত্র জয়নগর থেকে রায়দিঘি রেললাইন সম্প্রসারণ নয় লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা ডবল লাইন চালু ও লক্ষ্মীকান্তপুর শাখার মথুরাপুর থেকে লোকাল ট্রেনের দাবিও তুলেছেন তিনি। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভিডিও বার্তায় সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময়ে জয়নগর-রায়দিঘি পর্যন্ত নতুন রেললাইন সম্প্রসারণ কাজের শিলান্যাস করেছিলেন।
কিন্তু তা আজও হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন- ৯ হাজার টাকায় দুর্দান্ত 5G স্মার্টফোন! ভারতের বাজার কাঁপাতে এল এই ফোন
আগেও এই রেলপথের জন্য সংসদে দাবি জানিয়েছিলাম। এবার রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর কাছে দাবি সহ আবেদনপত্র তুলে দিয়েছি। রেললাইন সম্প্রসারণ না হওয়ায় সুন্দরবনের বাসিন্দাদের যাতায়াতে সমস্যার কথাও তুলে ধরেছিলাম মন্ত্রীর কাছে। রেলমন্ত্রী মৌখিক আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখার।
advertisement
এদিকে এই খবর এলাকায় পৌঁছালে এলাকায় খুশির জোয়ার বইছে। দীর্ঘদিন পর আবারও রেল প্রকল্পের কথা ওঠায় স্থানীয়দের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় এই রেললাইন নিয়ে আলোচনা হচ্ছে। এখন দেখার কবে এই রেললাইনের কাজ শুরু হয়।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 05, 2024 8:22 PM IST