South 24 Parganas News: পুরো সিনেমার গল্প যেন! ব্যবসায়ীর ছেলেকে কিডন্যাপ করে দাবি ৫০ লাখের মুক্তিপণ

Last Updated:

South 24 Parganas News: এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ উঠল। অভিযোগ গত ১৭ মে রাত ন'টা নাগাদ বাড়ি থেকে বাইক নিয়ে বের হন বিজয়কৃষ্ণ কয়লা নামে ওই যুবক।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কুলতলি: এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ উঠল। অভিযোগ গত ১৭ মে রাত ন’টা নাগাদ বাড়ি থেকে বাইক নিয়ে বের হন বিজয়কৃষ্ণ কয়লা নামে ওই যুবক। রাত দশটা নাগাদ বিজয়কৃষ্ণের বাবা শ্যামপদ কয়ালের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে। ফোনে কেউ শ্যামপদকে জানান, বিজয় তাদের কাছে আছে। টাকা দিলে তার মুক্তি মিলবে।
বাইকটি একটি নির্দিষ্ট জায়গায় আছে বলেও জানানো হয়। সেখান থেকে বাইকটি নিয়ে নিতে বলা হয় শ্যামপদকে। শ্যামপদর দাবি, ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। কিন্তু কোথায় কিভাবে সেই টাকা পৌঁছে দিতে হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।এরপরই কুলতলী থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন শ্যামপদ। কিন্তু দিন দশে কেটে গেলেও এখনো ছেলের খোঁজ মেলেনি বলেই অভিযোগ।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে, বেশ কিছু বিষয় ভাবাচ্ছে পুলিশকে, বাড়ি থেকে বেরোনোর সময় গামছা ও জামা কাপড় নিয়ে গিয়েছিলেন বিজয়কৃষ্ণ। অপহরণ হলে গামছা ও জামা কাপড় নিয়ে বেরোবেন কেন সেই প্রশ্ন উঠছে পাশাপাশি মুক্তিপণ চেয়ে একবারের বেশি ফোন আসেনি। এই বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অর্পন মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পুরো সিনেমার গল্প যেন! ব্যবসায়ীর ছেলেকে কিডন্যাপ করে দাবি ৫০ লাখের মুক্তিপণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement