Birbhum News: শাল নদীর কজওয়ে ভেঙে বিপর্যস্ত ১০ গ্রামের মানুষ, চরম সংকটে সাধারণ মানুষ
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Birbhum News: বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর ও বোধ গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ে ভেঙে পড়ায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১০টি গ্রাম।
বীরভূম: বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর ও বোধ গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ে ভেঙে পড়ায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১০টি গ্রাম। টানা ভারী বর্ষণের ফলে নদীর জল বাড়তে বাড়তে ভাসিয়ে নিয়ে গেছে কজওয়ের একাংশ। নদীর জলে নিমজ্জিত কজওয়ে আর ভাঙা অংশের কারণে স্কুলপড়ুয়া থেকে ব্যবসায়ী, কৃষক থেকে সাধারণ মানুষ—সকলেই কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।
সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে খোয়াজ মহম্মদপুর গ্রামের মানুষদের জন্য। গ্রামের কারও মৃত্যু হলে, কবর দিতে যেতে হয় শাল নদীর ওই পাড়ে। কিন্তু বর্তমানে নদী পেরোনোর কোনও রাস্তা না থাকায় মৃতদেহ কবরস্থানে নিয়ে যাওয়াও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে ঘুরপথে ১৫ কিমি পথ অতিক্রম করতে হচ্ছে শোকগ্রস্ত পরিবারকে। কেউ কেউ নদীর মধ্যে নেমে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন, তাতেও যেকনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
advertisement
স্থানীয় বাসিন্দা শেখ রাজেশ কুমার বলেন,”দশ-বারোটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই কজওয়ে। এখন জলে নেমে পার হতে হচ্ছে। মানুষ মারা গেলে মৃতদেহ পর্যন্ত নদীর ওপারে নিয়ে যাওয়া যাচ্ছে না। কতটা অসহায় অবস্থায় আছি, সেটা ভাষায় বোঝাতে পারবো না।”
advertisement
এই সংকটের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি এবং দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান। কজওয়ের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখে গ্রামবাসীদের আশ্বস্ত করেন তাঁরা। দুজনেই স্বীকার করেন, “মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।”
advertisement
গ্রামবাসীদের একটাই দাবি, অবিলম্বে শাল নদীর কজওয়ে সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনা হোক। তা না হলে আগামী দিনে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সকলেই।
advertisement
সুদীপ্ত গড়াই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2025 7:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: শাল নদীর কজওয়ে ভেঙে বিপর্যস্ত ১০ গ্রামের মানুষ, চরম সংকটে সাধারণ মানুষ









