সিসিটিভির মুখ ঘুরিয়ে লুটপাট! পঞ্চাশ হাজার নগদ, দেড় লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট

Last Updated:

সোনার দোকানের মালিক স্বরূপ দাসের দাবি, দোকানের ক্যাশ বাক্সে পঞ্চাশ হাজার টাকা ছিল। এছাড়াও দেড় লক্ষ টাকার সোনার গয়না ছিল। সব কিছুই নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

#বর্ধমান: গভীর রাতে দোকান খোলা! কৌতূহলের বশেই দেখতে গিয়েছিলেন সিভিক ভলেন্টিয়াররা। দোকানে তখন লুটপাটে ব্যস্ত দুষ্কৃতীরা। নাগালের মধ্যে খালি হাতের সিভিক ভলেন্টিয়াররা পৌঁছতেই তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় লুটের কাজে যুক্ত দুষ্কৃতীরা। সিভিক ভলেন্টিয়াররা ছাড়া পাওয়ার পর খবর দেযন থানায়। সেই খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই অপারেশন সেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষে এমনই ঘটনা ঘটেছে।
খণ্ডঘোষ থানার পাঠানপাড়া এলাকায় গভীর রাতের সোনার দোকানে শাটার ভেঙে এভাবেই লুটপাট চালালো দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। আতঙ্কিত এলাকার অন্যান্য ব্যবসায়ীরা। নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। রাতে পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, দুষ্কৃতীরা দোকানে থাকা সি সি ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়ে যথেচ্ছ লুটপাট চালায়। খবর পেয়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা সেখানে গেলে এক দুষ্কৃতী তাঁদের আগ্নেয়াস্ত্র দেখায় বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খণ্ডঘোষ থানার পুলিশ খবর পেয়ে রওনা দেয়। কিন্তু তারা আর দুষ্কৃতীদের দেখা পায়নি।
সোনার দোকানের মালিক স্বরূপ দাসের দাবি, দোকানের ক্যাশ বাক্সে পঞ্চাশ হাজার টাকা ছিল। এছাড়াও দেড় লক্ষ টাকার সোনার গয়না ছিল। সব কিছুই নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সি সি ক্যামেরার মুখ উল্টোদিকে ঘুরিয়ে দিয়ে তারা লুটপাট চালায়।
advertisement
খণ্ডঘোষ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই এলাকায় ঢোকা বেরোনোর অন্যান্য সি সি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। ওই সময় কারা ওই এলাকায় ঢুকেছিল কখন বেরোল, তা সেই সব সি সি ক্যামেরায় ধরা যাবে বলে আশা করা হচ্ছে। সেই ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। দুষ্কৃতীরা কীভাবে এসেছিল, হেঁটে এসেছিল না মোটর সাইকেলে সেসব খোঁজ নেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিসিটিভির মুখ ঘুরিয়ে লুটপাট! পঞ্চাশ হাজার নগদ, দেড় লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement