Midnapore News | Student Credit Card : স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেই! টাকার অভাবে পড়া বন্ধ! ভয়াবহ কাণ্ড ঘটাল ছাত্রী!

Last Updated:

Midnapore News | Student Credit Card : বার বার ব্যাঙ্কে গিয়েও মেলেনি লোন। জোটেনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড! বন্ধ হতে বসে পড়া! তাই বলে এই কাণ্ড করে বসবে ছাত্রী, তা কেউ ভাবতে পারেনি! জানুন

+
title=

#পশ্চিম মেদিনীপুর: ১৭ দিনের লড়াই বৃথা, শেষ পর্যন্ত মৃত্যুকে বরণ করতে হল তিথিকে! স্টুডেন্ট কার্ডে লোন না পেয়ে অপমানে আত্মঘাতী কলেজ ছাত্রী। বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যালের ICU তে মৃত্যু হয় তিথির। মূলত টাকার অভাবে মাঝ পথে বন্ধ হবে পড়াশোনা এই চিন্তায় চিন্তিত ছিল এই ছাত্রী ও তার পরিবার। একাধিক বার ব্যাঙ্ক থেকে শুরু করে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ।
ব্যাঙ্ক জানিয়ে দেয় ক্রেডিট কার্ড ছাড়া মিলবে না লোন। এই অবস্থায় কোনও উপায় না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ছাত্রী তিথি দলই। বিষ খেয়ে অসুস্থ অবস্থায় ১৯ দিন হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে মৃত্যুর কাছে হার স্বীকার তিথির। তিথির বাবা জয়দেব দোলই মেনে নিতে পারছেন না মেয়ের মৃত্যু। এই ঘটনার জন্য তিনি দায়ী করেছেন প্রশাসনকে। তার থেকেও বেশি দায়ী সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজার বলে দাবি তিথির বাবার।
advertisement
আরও পড়ুন:  চাষের জমিতে শিল্পের বদলে আবাসন তৈরি! জমি-দাতাদের হুমকি দিয়ে চুপ রেখেছিলেন অনুব্রত মণ্ডল
advertisement
অন্যদিকে এনিয়ে বিরোধী দলগুলো প্রশাসনের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের ব্যার্থতার সমালোচনা করেছে। তাদের দাবি, প্রকল্পের সুবিধা প্রকৃত পক্ষে গরীব ছাত্রছাত্রীরা পাচ্ছে কিনা, তা ঠিকমতো নজরদারি করছে না প্রশাসন। যে কারনে তিথি দোলই এর মত একটি ছাত্রী অকালে মারা গেল বলেও অভিযোগ করছেন তারা।অন্যদিকে এবিষয়ে ব্যাংকগুলোর আরও মানবিক হওয়ার প্রয়োজন বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশেষজ্ঞরা।তিথির এই অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জেলাজুড়ে।
advertisement
Partha Mukherjee 
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News | Student Credit Card : স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেই! টাকার অভাবে পড়া বন্ধ! ভয়াবহ কাণ্ড ঘটাল ছাত্রী!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement