Nadia: নদিয়ায় বামেদের জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির দখল নিল সিপিআইএম

Last Updated:

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ ডিসেম্বর। আজ, অর্থাৎ রবিবার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ৪৯ আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচনে সিপিআইএম সবকটি আসনে প্রার্থী দিলেও বিরোধীরা কেউ-ই প্রার্থী দেয়নি।

সিমিএম
সিমিএম
#দক্ষিণবঙ্গ: রাজ্যজুড়ে তৃণমূল হাওয়া। কিন্তু তাতেও অক্ষত বাম দুর্গ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেহট্টের চাঁদেরঘাট সমবায় সমিতির ৪৯টি আসনের সবকটিতে জয়ী হল সিপিআইএম।
১৯২৬ সালে তৈরি হয় তেহট্ট ১ ব্লকের চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। ১৯৭৭ সালের পর থেকেই ওই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করে সিপিআইএম। গত ১০ ডিসেম্বর ফের ওই সমবায়ের নির্বাচন ঘোষণা করা হয়।
advertisement
আরও পড়ুন- ওয়াসিম আক্রমের ছেলে মার্শাল আর্ট ফাইটার! পেশাদার লড়াইয়ে নাম করছেন আমেরিকায়
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ ডিসেম্বর। আজ, অর্থাৎ রবিবার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ৪৯ আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচনে সিপিআইএম সবকটি আসনে প্রার্থী দিলেও বিরোধীরা কেউ-ই প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সিপিআইএম প্রার্থীরা। আজ সমস্ত প্রার্থীদের জয়ী ঘোষণা করে হাতে শংসাপত্র প্রদান করা হয়। পাশাপাশি বিজয় উৎসব পালন করেন বিজয়ীরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia: নদিয়ায় বামেদের জয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির দখল নিল সিপিআইএম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement