হকি বিশ্বকাপে আজ ব্রিটিশ বধের লক্ষ্যে ভারত, কঠিন ম্যাচ হরমন, হার্দিকদের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Indian hockey team ready to take on England in hockey world cup match tonight at Rourkela. হকি বিশ্বকাপে আজ ব্রিটিশ বধের লক্ষ্যে ভারত, কঠিন ম্যাচ হরমনদের
#ভুবনেশ্বর: ওড়িশার মাঠে বিশাল আয়োজন করেছে ভারতীয় হকি। রাউলকেল্লা পৃথিবীর সবচেয়ে বড় হকি স্টেডিয়াম তৈরি হয়েছে। তবে দীর্ঘ চার দশক পর ভারত বিশ্বকাপ জয় করতে পারবে কিনা বলবে সময়। হকিতে গত বছর ভারত ও ইংল্যান্ড মোট তিনবার মুখোমুখি হয়েছে। কমনওয়েলথ গেমসের গ্রুপ লিগের ম্যাচ ৪-৪ গোলে শেষ হয়। তারপর প্রো লিগের প্রথম লেগের ফল ৩-৩।
দ্বিতীয় লেগে ভারত জেতে ৪-৩ ব্যবধানে। বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী গ্রাহাম রিড। তাঁর কথায়, স্পেনের বিরুদ্ধে ছেলেরা ভাল খেলেছে। বিশেষ করে ডিফেন্ডাররা নির্ভরতা দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই পারফরম্যান্স আশা করছি। ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংও মনে করছেন, ইংল্যান্ড খুবই শক্তিশালী প্রতিপক্ষ।
ভারতের সেরা ড্র্যাগ ফ্লিকার বলেন, ওদের হারাতে গেলে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। সতীর্থদের সেটাই বলেছি। আমরা প্রতিটি ম্যাচ ধরে পরিকল্পনা করছি। ইংল্যান্ডের জন্যও আমাদের বিশেষ স্ট্র্যাটেজি রয়েছে। বিশেষ করে পেনাল্টি কর্নার কাজে লাগাতেই হবে। নিঃসন্দেহে এই স্কিলে ওদের থেকে এগিয়ে রয়েছি।
advertisement
advertisement
India's 200th World Cup goal 🔥 #HWC2023 India play England tonight at the FIH Odisha Hockey Men's World Cup 2023 at 1900 IST/1430 CET Watch the full highlights from all the games only on https://t.co/igjqkvA4ct @TheHockeyIndia @30Amitrohidas #HockeyEquals #HockeyInvites pic.twitter.com/WQxKEF0TrC
— International Hockey Federation (@FIH_Hockey) January 15, 2023
advertisement
স্পেনের বিরুদ্ধে ছন্দে ছিলেন না হরমনপ্রীত। পাঁচটি পেনাল্টি কর্নারের মধ্যে একটিও কাজে লাগাতে পারেননি। সঙ্গে একটি পেনাল্টি স্ট্রোকও মিস করেছেন। হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে আত্মতুষ্ট নয় ভারত। বরং সতর্ক কোচ গ্রাহাম রিড।
তিনি বলেন, ‘রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। ওরা স্পেনের থেকেও শক্তিশালী দল। র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড (৫) আমাদের থেকে এক ধাপ এগিয়ে। কমনওয়েলথ গেমসেই বুঝতে পেরেছি, ইংল্যান্ড কতটা কঠিন প্রতিপক্ষ। তবে রবিবার জিতলে কোয়ার্টার-ফাইনাল খেলার দিকে আরও একধাপ এগিয়ে যাব। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মিডফিল্ডকে বাড়তি দায়িত্ব নিতে হবে সেটা পরিষ্কার। এই ব্যাপারে রিমোট থাকবে মনপ্রীত এবং হার্দিক হাতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 1:05 PM IST