ওয়াসিম আক্রমের ছেলে মার্শাল আর্ট ফাইটার! পেশাদার লড়াইয়ে নাম করছেন আমেরিকায়

Last Updated:

Pakistan cricket legend Wasim Akram happy with his son Tahmoor who is learning to be a MMA fighter in America. ওয়াসিম আক্রমের ছেলে মার্শাল আর্ট ফাইটার! পেশাদার লড়াইয়ে নাম করছেন

ছেলে তাহমুরকে নিয়ে গর্বিত ওয়াসিম
ছেলে তাহমুরকে নিয়ে গর্বিত ওয়াসিম
#লাহোর: ওয়াসিম আক্রম এমন একজন মানুষ যাকে নিয়ে খারাপ কথা বলতে পারবেন না প্রতিপক্ষ দেশ ভারতের কোনও ক্রিকেটার। ক্রিকেটের বাইরে তিনি ছিলেন আপাদমস্তক ভদ্রলোক। সেই ওয়াসিমের ছেলে এবার বাবার থেকে আলাদা একটি পেশাকে বেছে নিয়েছেন। ক্রিকেট দুনিয়ায় ওয়াসিম আকরামকে বলা হয় 'সুলতান অব সুইং'।
পাকিস্তানের এই কিংবদন্তি পেসারের আত্মজীবনীর ভূমিকায় ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার লিখেছেন, 'তার হাতে ক্রিকেট বল কথা বলত'। সেই ওয়াসিম আকরামের ছেলে তাহমুর আকরাম কিন্তু বাবার পথ অনুসরণ করে ক্রিকেটকে বেছে নেননি। বরং তিনি হয়ে উঠেছেন মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) একজন খেলোয়াড়।
আরও পড়ুন - সূর্য কুমার যাদবকে দেখলে রিচার্ডসকে মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার এই কিংবদন্তীর
ওয়াসিম আকরামের ছেলে তাহমুর আমেরিকায় থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাহমুর। যাতে তাকে জিম করতে দেখা যাচ্ছে। এরপর 'ক্রিকেট পাকিস্তান'কে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেছেন, তার ছেলে এমএমএ খেলোয়াড়। তা ছাড়া ছেলেকে ক্রিকেটার হওয়ার জন্য তিনি কোনো চাপ দেননি।
advertisement
advertisement
ওয়ানডেতে ৫০২ আর টেস্টে ৪১৪ উইকেটের মালিক আকরাম বলেছেন, 'আমার ছেলে অনেক দিন ধরেই আমেরিকায় রয়েছে। ওখানে খুব বেশি ক্রিকেট খেলা হয় না। তা ছাড়া আমি ছেলেকে বলে দিয়েছি, তার যেটা ভালো লাগবে সেটাই করতে পারে। যদি পেশাদার এমএমএতে যেতে চায়, তাহলে অবশ্যই সে সেটা করতে পারে।'
বাংলা খবর/ খবর/খেলা/
ওয়াসিম আক্রমের ছেলে মার্শাল আর্ট ফাইটার! পেশাদার লড়াইয়ে নাম করছেন আমেরিকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement