Kali Puja 2025: শতাব্দী প্রাচীন মানবাজারের জাগ্রত মা ,শ্মশান বামা কালীর গল্প শুনলে গা কাঁটা দেবে, কখনও গিয়েছেন এই পুজোয়?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Kali Puja 2025: খড়ের চালা ও বাঁশের বেড়াতে সূচনা হয়েছিল এই কালীপুজোর, আজ কয়েক হাজার মানুষের ভক্তি আস্থা সঙ্গে জড়িয়ে এই পুজো!
মানবাজার, পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলমহলের ঐতিহ্যবাহী কালীপুজো গুলির মধ্যে অন্যতম মানবাজার শ্মশান কালী মন্দিরের পুজো। জেলার অন্যতম প্রাচীন কালীপুজো এটি। শতাব্দী প্রাচীন এই পুজোয় বহু মানুষের সমাগম হয়ে থাকে। এককালে খড়ের চালা ও বাঁশের বেড়াতে পুজিত হতেন মা কালী। বর্তমানে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে মন্দির। এখানে মা কালী বামা কালী রূপেই পুজিত হয়ে থাকেন। কথিত আছে এই মন্দিরের মা কালী খুবই জাগ্রত। ভক্তদের মনোবাসনা পূরণ করে থাকেন মা বামা কালী। জাতি , ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই মন্দিরে আসেন কালীপুজোর সময়তে।
জাঁকজমকের সঙ্গে প্রতিবছরই কালীপুজো উদযাপিত হয় এই মন্দিরে। এ বছরও কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে এই মন্দিরের পুজারি গোপাল দেব গোপ বলেন, আগে এই মন্দির খড়ের ছাউনিতে ছিল মাটির মূর্তি ছিল। পরবর্তীতে ভক্তদের উদ্যোগে এই মন্দিরের ভোলবদল হয়। বহু ভক্তের সমাগম হয় কালীপুজোকে কেন্দ্র করে।
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
এ বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্য শঙ্কর চক্রবর্তী বলেন, মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই বামা কালীর মন্দির। বহু বছর আগে মন্দির সংস্কার করা হয়েছিল। আগামী দিনে এই মন্দিরকে আরও নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে তাদের।
advertisement
advertisement
আরও পড়ুন-আর মাত্র কিছুক্ষণ…! ধনতেরাসে ৪ বিরল কাকতালীয় যোগ, ‘এই’ দেড় ঘণ্টাই সবচেয়ে শুভ সময়, ‘ধনপতি’ হতে চাইলে তখনই কিনুন
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণের অন্যতম উৎসব হলো দীপাবলি ও কালীপুজো। তাই উমা বিদায় বেলা থেকেই শ্যামার আগমনের প্রস্তুতি শুরু হয়ে যায় গোটা বঙ্গে। জেলা পুরুলিয়ার মানবাজারের শতাব্দী প্রাচীন এই শ্মশান কালী মন্দির আজও ঐতিহ্য ধরে রেখেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2025 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: শতাব্দী প্রাচীন মানবাজারের জাগ্রত মা ,শ্মশান বামা কালীর গল্প শুনলে গা কাঁটা দেবে, কখনও গিয়েছেন এই পুজোয়?