#বীরভূম: পুলিশি হেনস্তার প্রতিবাদে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি। ঘটনার জেরে বিপাকে রোগী ও তাঁদের আত্মীয়রা। ঘটনাস্থল বীরভূমের মহম্মদবাজার ৷
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দশ থেকে পনেরোটি বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা দেয় । পুলিশের দাবি, রাতে স্বাস্থ্যকেন্দ্র চত্বরেই মদ, জুয়ার আসর বসাচ্ছেন অ্যাম্বুলেন্স চালকরা। কাঠগড়ায় অ্যাম্বুলেন্স চালকরা ৷
অন্যদিকে, অ্যাম্বুলেন্স চালকদের বক্তব্য, মিথ্যা অভিযোগে তাঁদের হেনস্তা করছে পুলিশ। এরই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে পরিষেবা বন্ধ করে দেন তাঁরা। ফলে চরম সমস্যায় পড়তে হয় রোগী ও তাঁদের আত্মীয়দের। অচলাবস্থা কাটাতে অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে আলোচনায় বসেছেন মহম্মদবাজারের বিএমওএইচ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ambulance, Ambulance driver, Birbhum