Tet Exam Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনা দিতে গিয়ে গ্রেফতার, পরিবারের চমকে ওঠা দাবি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tet Exam Mamata Banerjee: গ্রেফতার হওয়া চাকরিপ্রার্থীদের ছেড়ে দেওয়ার পরেও ছয়জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে রাখে পুলিশ।
সুবীর দে, বেলঘরিয়া: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনা দিতে গিয়ে গ্রেফতার বেলঘড়িয়ার টেট চাকরিপ্রার্থী দেবব্রত, ছেলে নির্দোষ দাবি পরিবারের। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে টেট পরীক্ষার্থীরা ধরনা দিতে গিয়েছিল। আর সেই ঘটনায় চাকরিপ্রার্থীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া চাকরিপ্রার্থীদের ছেড়ে দেওয়ার পরেও ছয়জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে রাখে পুলিশ। সেই ৬ জনের মধ্যে রয়েছে বেলঘড়িয়ার বাসিন্দা দেবব্রত মহাপাত্র। দেবপ্রিয় নির্দোষ দাবি করে তার মা জানান, তার ছেলে কালীঘাটে পুজো দিতে গিয়েছিল।
advertisement
সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পরিবারের অভিযোগ, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশ তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে। আজ বড়দিন। উৎসবের দিন। সবার বাড়িতে আজ খুশির দিন।
advertisement
কিন্তু বেলঘড়িয়া নওদাপাড়ার মহাপাত্র পরিবারে সবার মন খারাপ। পরিবারের একমাত্র ছেলে সে জেল খাটছে হকের চাকরি দাবি জানাতে গিয়ে।দেবব্রত ফিজিক্স তে MSC ফাস্ট ক্লাস।মেধাবী ছাত্র দেবব্রত পুলিশের গায়ে হাত দিতে পারে না! দাবি দেবব্রতের মায়ের। পুলিশ ইচ্ছে করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2023 5:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tet Exam Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধরনা দিতে গিয়ে গ্রেফতার, পরিবারের চমকে ওঠা দাবি