Jalpaiguri News: দোকানের সামনে লেপের তলায় ওটা কে! শেষমেশ যা জানা গেল, হাড়হিম সকলের
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Jalpaiguri News: সোমবার ভোরে ধূপগুড়ি শহরের নবজীবন সংঘ ক্লাবের পাশের একটি ভিনরাজ্যের কম্বলের দোকানের ভেতর থেকে ধরা পড়ল ওই যুবক।
জলপাইগুড়ি: শীতের সকালে চুরি করতে এসে দোকানের কম্বলে শীত কাটাচ্ছিলেন চোর। এক যুবককে আটক করে থানায় তুলে দিলেন স্থানীয়রা সহ দোকান মালিক। সোমবার ভোরে ধূপগুড়ি শহরের নবজীবন সংঘ ক্লাবের পাশের একটি ভিনরাজ্যের কম্বলের দোকানের ভেতর থেকে ধরা পড়ল ওই যুবক।
ক্লাবের পাশের মাঠে অস্থায়ী দোকান করে প্রতিবছর ব্যবসা করেন তারা। এদিন ভোরে এক যুবক সেই অস্থায়ী দোকানের পেছনের পলিথিনের অস্থায়ী দেওয়াল খুলে ভেতরে প্রবেশ করে ওই যুবক। দোকানের ভেতরে সে কম্বল টেনে নামাচ্ছিলবলে জানা যায়।
advertisement
advertisement
দোকানের ভেতরে থাকা দুজন তাকে হাতেনাতে ধরে ফেলে ক্লাব কক্ষে নিয়ে আসে। সেখানেই তাকে আটক করে ক্লাবের সদস্য এবং ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয়। ধৃত যুবক জানায় সে ময়নাগুড়ির বাসিন্দা,পেশায় স্কুলের শিক্ষক। ভোরবেলা সে কম্বল কিনতে এসেছিল। দোকান বন্ধ থাকায় পেছন দিয়ে ঢোকার চেষ্টা করে।
advertisement
যদিও তার এই যুক্তি মানতে চাননি স্থানীয়রা। তাদের মতে ময়নাগুড়ি থেকে ধূপগুড়িতে এত ভোরে কেউ কখনো কম্বল কিনতে আসতে পারে না। শেষমেষ ধূপগুড়ি থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পুলিশ সেই যুবককে আটক করে থানায় নিয়ে গেছে।
—- সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2023 2:47 PM IST







