Amit Shah Bengal Bjp: লোকসভা ভোটে প্রার্থী কারা? মঙ্গলেই চূড়ান্ত ফায়সালা? অমিত শাহের হাতেই 'সব'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Amit Shah Bengal Bjp: ঘরোয়া কোন্দলে জেরবার বঙ্গ পদ্ম শিবির। তাই একদিকে সংগঠনকে শক্তিশালী করতে কড়া বার্তা দেওয়া।
কলকাতা: পাখির চোখ ২৪। টার্গেট ৩৫। অমিত শাহর দেওয়া ‘হোম টাস্ক’। কতটা প্রস্তুত বঙ্গ বিজেপি? মূলত এই নিয়েই আগামীকাল পর্যালোচনা বৈঠক। দুটি পর্যায়ে সাংগঠনিক বৈঠক। রাজ্য নেতৃত্বের পাশাপাশি সাংসদ বিধায়করাও থাকবেন। কোর কমিটির সঙ্গেও আলাদা বৈঠক করবেন শাহ-নাড্ডা।
ঘরোয়া কোন্দলে জেরবার বঙ্গ পদ্ম শিবির। তাই একদিকে সংগঠনকে শক্তিশালী করতে কড়া বার্তা দেওয়া। আর অন্যদিকে পথে নেমে আন্দোলনের রূপরেখা সহ নানান রণকৌশল চূড়ান্ত হবে বৈঠকে বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
গত লোকসভা ভোটে ১৮ টি আসনে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু অনেক কেন্দ্রেই সাংসদদের জনপ্রিয়তা কমেছে বলে খবর। এই জায়গায় নতুন প্রার্থী দেওয়ার পাশাপাশি মহিলা বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিদেরও এবারের ভোটে প্রার্থী করা হবে বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন শাহ। আগামীকাল মঙ্গলবার হবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক। বঙ্গ সফরে এসে আগেই বাংলা থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন অমিত শাহ। চব্বিশের ভোটে প্রার্থী কারা? বৈঠকে এই নিয়েও আলোচনার সম্ভাবনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2023 4:56 PM IST